1/6
2/6
২,৫২০ স্কোয়ার ফুটের জিঞ্জর ব্রেড হাউস, এটা আবার খাওয়াও যায়!
২০১৩। টেকসাস। ইউ এস এ। ২,৫২০ স্কোয়ার ফিটের হাউস। না না বাড়ি নয়। এডিবেল জিঞ্জর ব্রেড। ২১ ফুট লম্বা জিঞ্জর ব্রেড হাউসটি তৈরি হয় কেলিফোর্নিয়ায়। তাতে মিশ্রণ পড়ে ৩৫.৪ মিলিয়ন। ৮২০ কেজি মাখন, ১ হাজার ৩২৭ কেজি ব্রাউন সুগার, ৭ হাজার ২০০ টি ডিম, ৭ হাজার ২০০ কেজি ময়দা, ৩১ কেজি আদা দিয়ে তৈরি করা হয়েছিল ব্রেডটি। পৃথিবীর ইতিহাসে এটাই সবথেকে বড় জিঞ্জর ব্রেড হাউস।
3/6
মানব বন্ধনে ক্রিসমাস ট্রি
৮৫২ জন স্কুল পড়ুয়াদের নিয়ে মানব বন্ধনে ক্রিসমাস ট্রি তৈরি করায় থাইল্যান্ডের বৃহত্তম শপিং মল। সবুজ-লাল হুডি পড়ে পড়ুয়ারা পাশাপাশি দাঁড়ায়। ওপর থেকে দেখলে অবিকল ক্রিসমাস ট্রি। নভেম্বর, ২০১৩ য় হয় এই মানব বন্ধনে ক্রিসমাস ট্রি। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নামও ওঠে। ২০১১-য় ৬৭২ জনকে নিয়ে একই রকম ভাবে ক্রিসমাস ট্রি বানিয়ে তাক লাগিয়ে দেয় তাঁরা। এবার নাম ওঠে জার্মান রেকর্ডে।
4/6
বিশ্বের সবথেকে দামি ক্রিসমাস ট্রি
৪১,৩২৯,৫৩১ আরব ডলার (AED)। ২০১০ সালের ১৬ থেকে ২৯ ডিসেম্বর আবু ধাবির এমিরেটস প্যালেসে ক্রিসমাসটি তৈরি করতে সবচেয়ে বেশি খরচ হয়েছিল। কী কী ছিল তাতে... নেকলেস, ব্রেসলেট, ঘড়ি। হ্যাঁ, ঠিকই। তাও আবার রাশি রাশি। ১৮১টি হিরে ছিলে গাছটিতে। আরও ছল মুক্ত, পান্না ও অন্য বহুমূল্যের রত্ন। বিশ্বের সবচেয়ে দামি ক্রিসমাস ট্রি।
5/6