Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce: খোরপোষে ধনশ্রীকে টাকার খনি দিচ্ছেন চাহাল! জানেন ৬-এর পর কতগুলি ০ বসাতে হবে?

Yuzvendra Chahal Dhanashree Verma Divorce: ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেলে চাহালকে কত টাকা দিতে হবে?  

Feb 19, 2025, 14:33 PM IST
1/6

যুজবেন্দ্র চাহাল-ধনশ্রী ভার্মা ডিভোর্স

Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce

ভারতীয় দলের ব্রাত্য স্পিনার যুজবেন্দ্র চাহাল ও তাঁর কোরিগ্রাফার-ইউটিউবার-ডেন্টিস্ট স্ত্রীর নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে! এমনটাই রিপোর্ট একাধিক মিডিয়ার। বিয়ের চার বছরেই পার্টনারশিপ ভেঙে গিয়েছে বলে মনে করা হচ্ছে। অতীতেও চাহাল-ধনশ্রীর সম্পর্ক ভেঙে গিয়েছে বলে গুঞ্জনের আগুন ছড়িয়ে ছিল। তবে এবার যেন দাবানল!   

2/6

যুজবেন্দ্র চাহাল-ধনশ্রী ভার্মা ডিভোর্স

Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce

২০২০ সালের ডিসেম্বরে চাহাল -ধনশ্রী সাতপাকে বাঁধা পড়েছিলেন। প্রথমদিকে, তাঁরা দু'জনেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে প্রেমমাখা সুন্দর ছবি এবং ভিডিও শেয়ার করতেন। ভক্তদের কাছে এই জুটি খুবই পছন্দের ছিল। কিন্তু বিগত কয়েক মাস ধরেই দুয়ের দূরত্বের খবর বারবার আসছে...  

3/6

যুজবেন্দ্র-ধনশ্রী কি আদৌ সিঙ্গল!

Yuzvendra Chahal-Dhanashree Verma Recent Relation Update

ধনশ্রীর সঙ্গে সম্প্রতি কোরিওগ্রাফার প্রতীক উটেকারের মাখোমাখো ছবি ভাইরাল হয়েছে। দু'জনকেই রং মিলিয়ে পোশাকে প্রায় দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে তাঁদের সম্পর্ক অনেকটাই গড়িয়ে গিয়েছে। একই ভাবে চাহালের নামও জড়িয়েছে একজনের সঙ্গে। এক হোটেলর লবিতে দু'জনকে দেখা গিয়েছে একসঙ্গে ! চিত্রগ্রাহক দেখে নিজের মুখও লুকিয়ে নিয়েছেন চাহাল। রহস্যময়ীর সন্ধানও পেয়ে গিয়েছে মিডিয়া।  বেসরকারি রেডিয়ো স্টেশনের জকি মহভাশের সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে গুঞ্জন হয়েছে। যদিও প্রতীক এই খবর নিছকই গুজব বলে উড়িয়েছেন। ওদিকে মহভাশের বয়ফ্রেন্ড আছে বলেও শোনা যাচ্ছে...  

4/6

চাহাল মোট কত টাকার মালিক?

Yuzvendra Chahal Net Worth In 2025

চাহাল এখন ৪৫ কোটি টাকার মালিক। আসন্ন আইপিএলে চাহালকে পাঞ্জাব কিংসের জার্সিতে দেখা যাবে। ১৮ কোটি টাকায় এই স্টার লেগ স্পিনারকে দলে নিয়েছে প্রীতি জিন্টারা। আইপিএলের ইতিহাসে চাহালই সর্বাধিক উইকেটের মালিক। ২০৫ উইকেট নিয়েছেন তিনি।     

5/6

ধনশ্রী ভার্মা কত টাকার মালকিন?

Dhanashree Verma's Net Worth In 2025

একজন দন্তচিকিৎসক থেকে সোশ্যাল মিডিয়ার স্টার হয়ে ওঠা ধনশ্রী ২৫ কোটি টাকার মালকিন। কোরিওগ্রাফি, ব্র্যান্ডের প্রচার এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্সেই আজ ধনী ধনশ্রী। ২.৭৯ মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবারের পাশাপাশি ধনশ্রীর ৬.২ মিলিয়নেরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার্স রয়েছে।  

6/6

সত্যিই কি বিবাহবিচ্ছেদ হতে পারে?

 Can a Divorce Really Happen?

সম্প্রতি দাবি করা হয়েছে যে, যদি ধনশ্রী-চাহাল আলাদা হয়ে যান, তাহলে চাহালকে খোরপোষ বাবদ ৬০ কোটি টাকা দিতে হবে। তবে এটি কেবলই জল্পনা এবং এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট নিশ্চিতকরণ নেই। তবে একাধিক মিডিয়া এমনই রিপোর্ট করেছে।