মুরগির মাংস কেনার আগে যে বিষয়গুলির উপর সতর্ক থাকুন

Mar 25, 2018, 12:51 PM IST
1/16

Chicken_1

Chicken_1

মুরগির মাংসের দোকানে এখন মাছি তাড়াচ্ছেন দোকানদাররা। মরা মুরগি বিক্রির খবরে আতঙ্কিত রাজ্যের চিকেনপ্রেমীরায যাদের একটা দিনও পাতে এক পিস চিকেন না হলে চলে না। 

2/16

Chiken_2

Chiken_2

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বেআইনিভাবে মরা মুরগিকে রাসয়নিক দ্রব্যে মিশিয়ে পুনরায় তাকে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন রেস্তোরাঁয় রমরমিয়ে বিক্রি হচ্ছে সে সব মুরগি দিয়ে তৈরি নানা ধরনের পদ। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সব চিকেন খেলেই সমূহ বিপদ। এমনকী নিয়মিত চিকেন খেলে ক্যানসারও হতে পারে। কীভাবে?

3/16

Chicken_3

Chicken_3

এক দু’দিন ধরে থাকা মরা মুরগিকে ফর্মালিন নামে এক রাসায়নিক দ্রব্যে মিশিয়ে পুনরায় খাবার ‘যোগ্য’ করে তুলছে। এই মুরগিগুলিকে মাছের খাবার হিসাবে ব্যবহার করা হয়।

4/16

Chiken_4

Chiken_4

কিন্তু চিকেনের চাহিদা থাকলে তখন ফার্মালিন মিশিয়ে মরা মুরগিগুলিকে পাঠিয়ে দেওযা হচ্ছে রেস্তোরাঁ এবং রাস্তার ফাস্ট ফুড দোকানগুলিতে।

5/16

Chicken_5

Chicken_5

অভিযোগ, কখনও কখনও মাংসের দোকানেও মরা মুরগি কেটে বিক্রি করা হচ্ছে। তাই, চিকেন কেনার সময় যে বিষয়গুলি সতর্ক রাখা দরকার।

6/16

Chicken_6

Chicken_6

সামনে দাঁড়িয়ে জ্যান্ত মুরগি কেটে সেই মাংস কিনুন।

7/16

Chicken_7

Chicken_7

ঝিমোনো মুরগির মাংস কেনা থেকে বিরত থাকুন। 

8/16

Chicken_8

Chicken_8

কাটা মুরগি ভাল করে ধুয়ে নিন। প্রয়োজন হলে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন।

9/16

Chicken_9

Chicken_9

চেনাশোনা দোকানদার থেকে মুরগির মাংস কিনুন।

10/16

Chicken_10

Chicken_10

ফর্মালিন শরীরে গেলে কী ক্ষতি হতে পারে?

11/16

Chicken_11

Chicken_11

দৃষ্টি শক্তি হারাতে পারেন।

12/16

Chicken_12

Chicken_12

কিডনির সমস্যা হতে পারে।

13/16

Chicken_13

Chicken_13

হজমের সমস্যা হতে পারে।

14/16

Chicken_14

Chicken_14

লিভারের ক্ষতি হতে পারে।

15/16

Chicken_15

Chicken_15

অত্যাধিক ফার্মালিন পেটে গেলে ক্যানসারও হতে পারে।

16/16

Chicken_16

Chicken_16

ফ্রোজেন চিকেন কেনা থেকে সাবধান থাকুন।