WT20: Pakistan-এর বিরুদ্ধে Virat Kohli-র সেরা পাঁচ ইনিংস
খেলাধুলায় একটা কথা চালু আছে। চ্যাম্পিয়নরা বড় পারফর্ম করার জন্য বড় মঞ্চ বেছে নেন। বিরাট কোহলির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। গত দুই বছর সব ফরম্যাটে তাঁর বড় রান নেই। এর মধ্যে আবার টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এমন অবস্থায় রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজে যুদ্ধে নামবে ভারত। মহারণে নিজেকে তুলে ধরার জন্য ফের ব্যাট হাতে বিপক্ষের বোলারদের শাসন করতে মুখিয়ে আছেন 'কিং কোহলি'। 'ক্রিকেট দেবতা এ বার তাঁর দিকে মুখ তুলে তাকাবেন কিনা সেটা সময় বলবে। এহেন বড় ম্যাচের আগে বাবর আজমের দলের বিরুদ্ধে কোহলির কয়েকটি স্পেশাল ইনিংসের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন: খেলাধুলায় একটা কথা চালু আছে। চ্যাম্পিয়নরা বড় পারফর্ম করার জন্য বড় মঞ্চ বেছে নেন। বিরাট কোহলির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। গত দুই বছর সব ফরম্যাটে তাঁর বড় রান নেই। এর মধ্যে আবার টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এমন অবস্থায় রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজে যুদ্ধে নামবে ভারত। মহারণে নিজেকে তুলে ধরার জন্য ফের ব্যাট হাতে বিপক্ষের বোলারদের শাসন করতে মুখিয়ে আছেন 'কিং কোহলি'। 'ক্রিকেট দেবতা এ বার তাঁর দিকে মুখ তুলে তাকাবেন কিনা সেটা সময় বলবে। এহেন বড় ম্যাচের আগে বাবর আজমের দলের বিরুদ্ধে কোহলির কয়েকটি স্পেশাল ইনিংসের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
১) কোহলির 'বিরাট' ১৮৩
![১) কোহলির 'বিরাট' ১৮৩ Virat Kohli](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/23/351188-virataisa.jpg)
২০১২ সালের ১৮ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে করা বিরাট কোহলি ম্যাচ উইনিং ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন। এটাই তাঁর একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান। সেই ম্যাচে পাকিস্তানের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অনবদ্য ইনিংস খেলেছিলেন বর্তমান ভারত অধিনায়ক। সে দিন পাকিস্তানের বিরুদ্ধে ৩৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই গৌতম গম্ভীর শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন। সেখান থেকেই ম্যাচ বের করে টিম ইন্ডিয়া। শচীন তেন্ডুলকর ৫২ এবং রোহিত শর্মা ৬৮ রান করেছিলেন। ১৪৮ বলে ১৮৩ রান করেছিলেন বিরাট। ২২ টি চার এবং একটি ছক্কা ছিল কোহলির ইনিংসে। ১৩ বল বাকি থাকতে ভারত সেই ম্যাচ জিতে নেয়।
২) বিরাট কোহলির ব্যাটে পাক বধ
![২) বিরাট কোহলির ব্যাটে পাক বধ Virat](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/23/351186-viratsri.jpg)
৩০ সেপ্টেম্বর কলম্বো স্টেডিয়ামে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে লক্ষ্মীপতি বালাজির দাপটে মাত্র ১২৮ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। ৩.৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই জোরে বোলার। রবিচন্দ্রন অশ্বিন ও যুবরাজ সিং ২টি করে উইকেট নিয়েছিলেন। মাত্র ১২৯ রান টার্গেট হলেও সেই ম্যাচে ভারতের শুরুটা মোটেও ভাল হয়নি। খালি হাতে ফিরে যান গম্ভীর। ২৯ রানে আউট হন শেহওয়াগ। তবে বিপক্ষকে মাথা তুলতে দেননি বিরাট কোহলি। ৬১ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন কোহলি। মেরেছিলেন ৮টি চার ও ২টি ছয়। ১৯ রানে অপরাজিত থেকে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন যুবরাজ। ফলে তিন ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত।
TRENDING NOW
৩) ফের ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি
![৩) ফের ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি Virat](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/23/351185-viratbang.jpg)
২০১৪ সালের ২১ মার্চের সেই ম্যাচেও পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় বজায় ছিল। মীরপুরের শের ই বাংলা স্টেডিয়ামের পিচে টপ ফর্মে ছিলেন অমিত মিশ্র। ২২ রানে ২ উইকেট নিয়ে পাক ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দিয়েছিলেন এই লেগ স্পিনার। ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছিলেন। ফলে ৭ উইকেটে ১৩০ রানে আটকে যায় পাকিস্তান। সেই ম্যাচটা শুরু থেকে শেষ পর্যন্ত একপেশে ছিল। প্রথমে দাপুটে বোলিং এবং পরে রান তাড়া করতে নেমে ভারতের কড়া জবাব। রোহিত শর্মা ও শিখর ধাওয়ান প্রথম উইকেটে ৫৪ রান তুলে দেন। রোহিত ২৪ ও ধাওয়ান ৩০ রানে ফিরলেও পরে বাকি কাজ সারেন কোহলি। 'কিং কোহলি' ৩২ বলে ৩৬ ও সুরেশ রায়না ২৮ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। ফলে ৯ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতে যায় ভারত।
৪) বিশ্বকাপের মঞ্চেও 'বিরাট রাজ'
![৪) বিশ্বকাপের মঞ্চেও 'বিরাট রাজ' Virat Kohli was on fire again](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/23/351184-virataus.jpg)
২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন বিরাট। ২০১১ সালে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তরুণ বিরাট মাত্র ৯ রানে আউট হয়েছিলেন। ২০১৯ সালে করেছিলেন ৬৫ বলে ৭৭ রান। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৫ বিশ্বকাপে অবশ্য পাক দলের বিরুদ্ধে শতরান করে মাঠ ছেড়েছিলেন কোহলি। ১২৬ বল খেলে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। তাঁর শতরানের সুবাদে ৭ উইকেটে ৩০০ রান তুলেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২২৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
৫) আবার পাকিস্তানের বিরুদ্ধে কোহলি স্পেশাল
![৫) আবার পাকিস্তানের বিরুদ্ধে কোহলি স্পেশাল Virat Kohli](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/23/351183-virateden.jpg)