বদলাচ্ছে দেশ, শুরু হচ্ছে বিশ্বের উচ্চতম-দ্বিতীয় বৃহত্তম ভারতীয় টেলিস্কোপ

Jan 23, 2020, 18:16 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: মহাকাশ গবেষণায় আরও একটা সন্ধিক্ষণের সামনে ভারত। চলতি বছরেই চালু হতে চলেছে ভারতের বৃহত্তম ও বিশ্বের উচ্চতম গামা-রে টেলিস্কোপ। মহাবিশ্বে কয়েক আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্র ও সৌরজগতের আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন বিজ্ঞানীরা। 

2/6

লাদাখে সমুদ্রপৃষ্ট থেকে ৪,৩০০ মিটার উঁচুতে বসেছে Major Atmospheric Cherenkov Experiment Telescope (MACE)। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভূপৃষ্টে থাকা gamma-ray telescope। ডিসের ব্যাস ২১ মিটার। বিশ্বের বৃহত্তম High Energy Stereoscopic System রয়েছে নামিবিয়ায়।  তার ডিসের ব্যাস ২৮ মিটার।        

3/6

ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের গবেষক নিলয় ভাটের কথায়,''টেলিস্কোপটি বসানো হয়ে গিয়েছে। পরীক্ষামূলকভাবে সেটি ব্যবহার করছেন বিজ্ঞানীরা। চলতি বছরের শেষেই কাজ করতে শুরু করে দেবে এটি। একবছর ও দুবছরের মধ্যেই বৈজ্ঞানিক ফল দেবে টেলিস্কোপটি।''                                    

4/6

BARC, Tata Institute of Fundamental Research (TIFR), Indian Institute of Astrophysics ও lectronics Corporation of India Limited-এর বিজ্ঞানীরা প্রকল্পে একযোগে কাজ করছেন।   

5/6

BARC, Tata Institute of Fundamental Research (TIFR), Indian Institute of Astrophysics ও lectronics Corporation of India Limited-এর বিজ্ঞানীরা প্রকল্পে একযোগে কাজ করছেন।   

6/6

 ১৯৫৮ সালে পদার্থবিদ্যায় ইলিয়া ফ্র্যাঙ্ক, ইগোর টামের সঙ্গে নোবেল জিতেছিলেন রাশিয়ান বিজ্ঞানী পাভেল চেরেনকোভ। তিনি আবিষ্কার করেছিলেন, কয়েকটি বিশেষ পরিস্থিতিতে অপরিবাহী মাধ্যম দিয়ে কোনও চার্জড কণার সরণ ঘটলে তা থেকে আলোর বিচ্ছুরণ ঘটে। তাঁর নামেই চেরেনকোভ বিকিরণ নামকরণ করা হয়েছে। টেলিস্কোপটি ওই বিকিরণ বিশ্লেষণ করবে। লাদাখে উঁচুতে অবস্থান হওয়ায় টেলিস্কোপটি চেরেনকোভ বিকিরণ সহজেই সনাক্ত করতে সক্ষম হবে।