Richest US Presidents: আমেরিকার সবচেয়ে ধনী প্রেসিডেন্ট কারা? তাঁদের সম্পত্তির পরিমাণ জানেন?
US Presidents: আমেরিকার ইতিহাসে সবচেয়ে সম্পদশালী প্রেসিডেন্টের তালিকায় কারা আছেন এবং এখনই বা কে থিওডর রুজভেল্ট থেকে ডোনাল্ড ট্রাম্প। জেনে নিন এদের সম্পত্তির পরিমাণ সম্পর্কে..
1/10
ডোনাল্ড ট্রাম্প
প্রথমেই যার নাম আসে তিনি হলেন, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। আবারও আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে গত সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য আবাসন ব্যবসায়ী। পরিবারিক ব্যবসা থেকেই প্রচুর সম্পদের মালিক হয়েছেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৭০ কোটি ডলার। যদিও ফোর্বসের হিসাবে, ২০২৪ সালের নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের নিট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ কোটি ডলারে।
2/10
জর্জ ওয়াশিংটন
photos
TRENDING NOW
3/10
টমাস জেফারসন
4/10
জেমস মেডিসন
5/10
অ্যান্ড্রু জ্যাকসন
6/10
হার্বার্ট হুভার
7/10
থিওডর রুজভেল্ট
8/10
জন এফ কেনেডি
জন এফ কেনেডি (John F. Kennedy) ছিলেন, আমেরিকার ৩৫ তম রাষ্ট্রপতি। ১৯৬১ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। কেনেডির মোট সম্পদের পরিমাণ ছিল ১৩০ কোটি মার্কিন ডলার। যদিও মার্কিনের এক ইতিহাসবিদ ডগলাস ব্রিঙ্কলে জানিয়েছেন, জন এফ কেনেডি তাঁর সম্পদের বেশির ভাগ ধনী বাবার কাছে থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন।
9/10
লিন্ডন বি. জনসন
লিন্ডন বি জনসন (Lyndon B. Johnson) আমেরিকার ৩৬তম রাষ্ট্রপতি, ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৩ কোটি ১৯ লাখ ডলার। ইতিহাসবিদেরা বলেন, 'রাষ্ট্রপতি জনসনের সম্পদের বড় অংশ এসেছিল স্ত্রী লেডি বার্ড জনসনের পরিবার থেকে। তাঁর পরিবার একটি টিভি এবং একটি রেডিও চ্যানেলের মালিক ছিল।'
10/10
বিল ক্লিনটন
photos