EXPLAINED | The Longest Train Route Of India: ৭৫ ঘণ্টায় ৮ রাজ্যের ৪০০০ কিমি পথ! দেশের দীর্ঘতম ট্রেন রুটে টিকিটের দাম কত?
The Longest Train Route Of India: দেশের দীর্ঘতম ট্রেন রুট কোনটি জানেন? মন্থর গতির এই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু অতুলনীয়!
1/7
ভারতীয় রেল
![ভারতীয় রেল Indian Railway](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/24/511020-ir.jpg)
ভারতীয় রেলওয়েজ আকারের বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম জাতীয় রেল ব্যবস্থা! যার মোট রুটের দৈর্ঘ্য ৪২ হাজার মাইলেরও বেশি। ২০২২ সালে, প্রায় ৮০০ কোটি মানুষ রেল পরিষেবা নিয়েছেন। ১৪০ কোটি টন মালবহন করেছে। ভারতীয় রেলে প্রতিদিন ১৩ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন এবং ৮০০০ মালবাহী ট্রেন চলে। যা সারা দেশের ৭০০০-এর বেশি স্টেশন কভার করে।
2/7
দেশের দীর্ঘতম ট্রেন রুট কোনটি?
![দেশের দীর্ঘতম ট্রেন রুট কোনটি? The Longest Train Route Of India](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/24/511019-ee.jpg)
এই জেট গতির জীবনে আজও বহু মানুষ ধীর গতিতে ভ্রমণ করতে ভালোবাসেন। এবং রেলপথে ভারতীয় ল্যান্ডস্কেপে নিজেদের চোখ ডোবাতে চান, তাঁদের কাছে জন্য অনেক বিকল্প রয়েছে। তবে রেলওয়ে তার মধ্যে একটি। ভারতের পাখির চোখ যেখানে সুপারফাস্ট ট্রেনে। সেখানে ধীর গতির যাত্রা এখনও দিব্য়ি চলছে। বিবেক এক্সপ্রেস চলে দেশের দীর্ঘতম ট্রেন রুট ডিব্রুগড় থেকে কন্য়াকুমারী পর্যন্ত।
photos
TRENDING NOW
3/7
বিবেক এক্সপ্রেসে ৭৫ ঘণ্টার যাত্রা!
![বিবেক এক্সপ্রেসে ৭৫ ঘণ্টার যাত্রা! 75 Hours On Vivek Express](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/24/511018-2.png)
২০১২ সালে স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিল ভারতীয় রেল। তাঁর নামেই বিবেক এক্সপ্রেসের পথচলা শুরু হয়েছিল ডিব্রুগড় থেকে কন্য়াকুমারী পর্যন্ত। এই পথ অতিক্রম করতে বিবেক এক্সপ্রেসের সময় লাগে ৭৫ ঘণ্টা ৩৫ মিনিটের কাছাকাছি। প্রায় চার দিনের ট্রেন সফর বলা চলে। শুধু ভারতেরই নয়, এশিয়া মহাদেশেরও দীর্ঘতম ট্রেন রুটে চলে বিবেক এক্সপ্রেস।
4/7
বিবেক এক্সপ্রেস বিশাল দূরত্ব অতিক্রম করে
![বিবেক এক্সপ্রেস বিশাল দূরত্ব অতিক্রম করে Vivek Express Covers Vast Distance](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/24/511017-3.jpg)
5/7
৮ রাজ্য হয়ে চলে বিবেক এক্সপ্রেস
![৮ রাজ্য হয়ে চলে বিবেক এক্সপ্রেস Vivek Express Covers Eight states](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/24/511016-3.png)
6/7
বিবেক এক্সপ্রেস দেশের মানুষের খুবই পছন্দের
![বিবেক এক্সপ্রেস দেশের মানুষের খুবই পছন্দের Vivek Express Popular choice](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/24/511015-4.png)
7/7
বিবেক এক্সপ্রেসের ভাড়া কত?
![বিবেক এক্সপ্রেসের ভাড়া কত? Vivek Express Ticket Price](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/24/511014-5.png)
photos