আগামিকাল থেকে এই সব মোবাইলে হোয়াটসঅ্যাপ কাজ করবে না, জানেন কি?

Dec 31, 2018, 19:51 PM IST
1/8

অচল হোয়াটসঅ্যাপ!

WhatsApp_1

 চলতি বছরে হয়ত অনেক কিছুই হারিয়েছেন। তবে, যদি আপনার নোকিয়া, ব্ল্যাকবেরির আদ্দ্যিকালের মডেল থাকে তা হলে হোয়াটসঅ্যাপকেও বিদায় দিতে হতে পারে।

2/8

অচল হোয়াটসঅ্যাপ!

WhatsApp_2

হ্যাঁ, আর কয়েক ঘণ্টা বাকি। এরপরই বেশ কিছু মোবাইলে হোয়াটসঅ্যাপ কাজ নাও করতে পারে। কেন?

3/8

অচল হোয়াটসঅ্যাপ!

WhatsApp_3

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন, বেশ কিছু মোবাইলে সাপোর্ট কয়েক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এ বছর যুক্ত হল আরও বেশ কয়েকটি মডেল।

4/8

অচল হোয়াটসঅ্যাপ!

WhatsApp_4

ব্ল্যাকবেরি ১০, ব্ল্যাকবেরি ওএস, নোকিয়া সিমবিয়ান এস৬০, উইনডোজ ফোন ৮.০, নোকিয়া এস৪০ এবং অ্যান্ড্রয়েডের ২.৩.৭ সংস্করণে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

5/8

অচল হোয়াটসঅ্যাপ!

WhatsApp_5

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এ সব প্ল্যাটফর্মের জন্য ডেভলপ করতে নতুন করে বিনিয়োগ করবে না সংস্থা। ২০২০ সালে মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে ডেভালপমেন্ট।

6/8

অচল হোয়াটসঅ্যাপ!

WhatsApp_6

হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, নোকিয়া এস৪০-র একধাকি মডেলের জন্য ৩১ ডিসম্বেরর পর আ সাপোর্ট দেওয়া হবে না।

7/8

অচল হোয়াটসঅ্যাপ!

WhatsApp_7

১৯৯৯ সালে প্রথম নোকিয়া এস অপারেটিং সিস্টেম আসে। ২০০৫ সাল পর্যন্ত আপডেট করা হয়। নোকিয়া ৫১৫ সর্বেশষ এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

8/8

অচল হোয়াটসঅ্যাপ!

WhatsApp_8

এছাড়া, অ্যান্ড্রয়েড ২.৩.৭ এবং তার থেকে পুরোনো সংস্করণের জন্য আগামিকাল থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া হবে না।