১ ফেবরুয়ারি থেকে এই স্মার্টফোনগুলিতে আর কাজ করছে না WhatsApp

Feb 02, 2020, 00:10 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকটি স্মার্টফোনে ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। উইন্ডোজ ফোনেই আগে বন্ধ হয়েছে পরিষেবা। হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের ফলে বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ।   

2/5

Android 2.3.7 operating system বা তার চেয়ে পুরনো ফোনগুলিতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ। iOS 8 বা তার চেয়ে পুরনো আইফোনেও আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। 

3/5

ওই ফোনগুলিতে নতুন করে আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে না। 

4/5

তবে জিও ফোনের  KaiOS 2.5.1+ OS অপারেটিং সিস্টেমে চালু থাকবে WhatsApp।          

5/5

তবে পুরনো কথাবার্তা মুছে যাবে না। নতুন ফোনে সেগুলি চলে আসবে। সে জন্য চ্যাটে গিয়ে এক্সপোর্ট অপশন ক্লিক করলেই হবে।