ভারতীয় যুবতীরা তাঁদের যৌন জীবন নিয়ে কী ভাবেন? কী বলছে গবষেণা?

Feb 27, 2020, 14:51 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : যথোপযুক্ত সেক্স এডুকেশনের অভাবে ভারতে এখনও যৌনতা একটি ট্যাবু। আর তারফলেই ভারতীয় যুবতীরা নিজেদের যৌন জীবন নিয়ে যথেষ্ট চাপে থাকেন।

2/7

নিজের পছন্দ-অপছন্দ নিয়ে খোলাখুলি এই বিষয়ে কথা বলতে লজ্জা পান। অপরাধবোধে ভোগেন। এমনটাই বলছে গবেষণা।

3/7

ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি নামক একটি জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

4/7

সেখানে স্পষ্ট বলা হয়েছে, যৌন চাহিদা, যৌনতায় পছন্দ-অপছন্দ, যৌনজীবন নিয়ে খোলাখুলি কথা বলতে না পারার জন্য অনেক সময়ই ভারতীয় যুবতীরা যৌনজীবন উপভোগ করা থেকে বঞ্চিত হন। যা থেকে মানসিক চাপ তৈরি হয়।  

5/7

এমনকি এর ফলে STD (সেক্স ট্রান্সমিটেড ডিসিজ) ও STI (সেক্স ট্রান্সমিটেড ইনফেকশন)-এর শিকারও হন তাঁরা।  

6/7

শুধু তাই নয়, যৌন জীবন নিয়ে মানসিক চাপের কারণে অনেকক্ষেত্রে সময়ের আগেই মেনোপজ হয়ে যায় তাঁদের।  

7/7

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০০০ মহিলার উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যৌনজীবন উপভোগ করার কারণে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক এর উল্টোটাই ঘটে।