Home Image: 
Bengal Weather: দুই ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে কাঁপছে শীত! পৌষের কাছাকাছি রোদ-মাখা সেই দিন আর কি ফিরবে?
Domain: 
Bengali
Section: 
Home Title: 

দুই ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে কাঁপছে শীত! পৌষের কাছাকাছি রোদ-মাখা সেই দিন আর কি ফিরবে?

English Title: 
west bengal weather update winter decrease cyclonic system in bay of Bengal Kolkata districts
Slide Photos: 
Weather Update

প্রসঙ্গত, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূনাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায়। এর প্রভাবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা।

 

Weather Update

শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে। শনিবার এক কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

Weather Update

এই চার জেলা ছাড়া বাকি জেলাতে ও হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস। শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা শুক্র ও শনিবার। 

Weather Update

একইসঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর উত্তর এলাকায়। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্র ও শনিবার কুয়াশার সম্ভাবনা। শনিবার কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নিচে নেমে আসতে পারে এই চার জেলার দু-এক জায়গায়। 

Weather Update

আংশিক মেঘলা আকাশে রাতের তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের বাকি কোথাও আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবার দার্জিলিংয়ে বৃষ্টি তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিং-এর উত্তরের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সোমবার ১৩ জানুয়ারি। হালকা তুষারপাত হতে পারে সান্দাকফু-সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। 

 

Weather Update

অয়ন ঘোষাল: শুক্রবার সামান্য নামতে পারে পারদ কয়েক জেলাতে। বড়সড় তাপমাত্রার পরিবর্তন নেই। রবিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝায়ে আটকে যাবে উত্তুরে হাওয়া। সাউথ ইস্টারলি, বা দক্ষিণপূর্ব বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। 

Publish Later: 
No
Publish At: 
Thursday, January 9, 2025 - 17:21
Mobile Title: 
দুই ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে কাঁপছে শীত! পৌষের কাছাকাছি রোদ-মাখা সেই দিন আর কি ফিরবে?
Facebook Instant Gallery Article: 
No