EXPLAINED | RG Kar Protest | Puja Carnival 2024: কেন মঙ্গলে 'দ্রোহের কার্নিভাল'-এ না! জুনিয়র ডাক্তারদের চিঠিতে কী লিখলেন মুখ্যসচিব?

R G Kar Protest And Puja Carnival: মঙ্গলে 'দ্রোহের কার্নিভাল'-এ না! জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব

Oct 13, 2024, 22:46 PM IST
1/6

সল্টলেকের স্বাস্থ্য ভবনে বৈঠকের আহ্বান

WB Chief Secretary Writes Letter To Doctors

প্রথম চিঠিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ চিকিৎসকদের সব সংগঠনকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে বৈঠকের আহ্বান জানানো হয়েছে।  আগামিকাল ১৪ অক্টোবর সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে এই বৈঠক!

2/6

সল্টলেকের স্বাস্থ্য ভবনে বৈঠকের আহ্বান

WB Chief Secretary Writes Letter To Doctors

প্রথম চিঠিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ চিকিৎসকদের সব সংগঠনকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে বৈঠকের আহ্বান জানানো হয়েছে।  আগামিকাল ১৪ অক্টোবর সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে এই বৈঠক!

3/6

'দ্রোহের কার্নিভাল'

Droher Carnival

দ্বিতীয় চিঠিতে মঙ্গলের 'দ্রোহের কার্নিভাল' প্রত্যাহার করার কথা বলেছেন মুখ্যসচিব। ফি-বছরের মতো মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই বছরের পুজো কার্নিভাল। আবার এইদিনই 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স'  আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে রানি রাসমণি রোডে 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা করেছে!  

4/6

একই দিনে দুই কার্নিভাল

 Puja Carnival 2024 And Droher Carnival

রানি রাসমণি রোড এবং রেড রোডের কার্নিভালের জায়গা একেবারেই প্রায় লাগোয়া। মুখ্যসচিব এদিন জুনিয় ডাক্তারদের চিঠিতে জানিয়েছেন যে, এই কার্নিভালে যেমন জনসমাগম হয়, পাশাপাশি বিদেশেরও একাধিক গণ্যমান্য ব্যক্তি থাকেন। ফলে সকলের নিরাপত্তার কথা ভেবেই তিনি 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স' কে তাদের কর্মসূচি  প্রত্যাহারের অনুরোধ করেছেন।   

5/6

কার্নিভাল নিয়ে হাই কোর্টের নির্দেশ

Calcutta High Court On Droher Carnival

গত ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশের কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যসচিব। ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে প্রতিবাদী স্লোগান তোলা ৯ জনকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সময় বিচারপতি শম্পা সরকার স্পষ্ট বলেছিলেন যে, 'পুজোর কার্নিভালের দিন কোন ওভাবেই ডিস্টার্ব করা যাবে না। ওই দিন কোনওরকম জমায়েত, প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ করা যাবে না।'

6/6

দ্রোহের কার্নিভাল নিয়ে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা

Junior And Senior Doctors On Droher Carnival

'দ্রোহের কার্নিভাল' নিয়ে জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের অবস্থান আলাদা। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে, তাঁরা কোর্টের নির্দেশ মানছেন। তবে তাঁরা মানব বন্ধন করবেন রাস্তার এক ধারে। অন্য়দিকে সিনিয়ররা তাঁদের অবস্থানে অনড়।