Chicken-Egg Price: বিরিয়ানির পিস আরও বড়! চারাপোনার দামেই দেদার চিকেন...

Bird Flu Fear: অন্ধ্রপ্রদেশ সরকার সতর্ক করেছে যে, আপাতত কয়েকদিন মুরগির মাংস না খাওয়াই ভাল। তারপরই দাম ব্যাপকহারে কমছে। বাংলাতেও তার অন্যথা হয়নি। হু হু করে মুরগির মাংসের দাম কমেছে কলকাতায়। 

Feb 13, 2025, 19:37 PM IST
1/5

কমেই চলেছে মুরগির দাম

Egg-Chicken Price

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্লাড ফ্লু আতঙ্কে ফের রাজ্য জুড়ে কমেছে চিকেন এবং ডিমের দাম। ফলে গত কয়েক দিনে ডিম ও মুরগির মাংস- দুটোরই চাহিদা হঠাৎ করে কমতে শুরু করেছে। বাংলাতেও পৌঁছেছে সেই আঁচ। 

2/5

কমেই চলেছে মুরগির দাম

Egg-Chicken Price

অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র–সহ দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু দেখা দেওয়ায় সেই আতঙ্কে অনেকে ডিম ও মুরগির মাংস খেতে চাইছেন না। চাহিদা কমায় তাই দামও কমতে শুরু করেছে। 

3/5

কমেই চলেছে মুরগির দাম

Egg-Chicken Price

রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, বাংলায় এখনও বার্ড ফ্লু সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি, কিন্তু তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি সতর্ক করে বলেন যে, যদি বার্ড ফ্লু ছড়ায় তবে পোলট্রি খামারে ব্যাপকভাবে মুরগি মারা যেতে পারে।

4/5

কমেই চলেছে মুরগির দাম

Egg-Chicken Price

কলকাতার পাইকারি বাজারে গত রবিবার গোটা মুরগির দাম ছিল কেজি প্রতি ১১৮ টাকা। যা সোমবার ১১০ টাকা এবং মঙ্গলবার ১০৭ টাকায় নেমে এসেছে। পোলট্রি ফার্ম থেকে গোটা মুরগি এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও কমে ৪ টাকা ৯০ পয়সা হয়ে গেছে।

5/5

কমেই চলেছে মুরগির দাম

Egg-Chicken Price

সাম্প্রতি চর্চায় এসেছে অন্ধ্রপ্রদেশের পরপর মুরগি মারা যাওয়ার ঘটনা। তারপরেই সামনে আসে বার্ড ফ্লু বিষয়টি। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির মাংস আমদানি করা বন্ধ করে দিয়েছে তেলেঙ্গনা। বন্ধ করে দিয়েছে ডিম আমদানিও।