২১ বছরের ফুটবল জীবনে ইতি! অবসর নিলেন 'উরুগুয়ের মারাদোনা'

Aug 08, 2019, 13:09 PM IST
1/5

অবসরে ফোরল্যান

অবসরে ফোরল্যান

২১ বছরের বর্ণময় ফুটবল কেরিয়ার। খেলেছেন তিনটি মহাদেশে। এবার সেই খেলোয়াড়ি জীবনে দাড়ি টানলেন উরুগুয়ের মারাদোনা। অবসর নিলেন দিয়েগো ফোরল্যান।

2/5

অবসরে ফোরল্যান

অবসরে ফোরল্যান

উরুগুয়ের জার্সি গায়ে তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৪ সালে। গত এক বছরে তাঁকে আর কোথাও খেলতে দেখা যায়নি। বুধবার এক বিবৃতিতে অবসরের ঘোষণা করলেন ফোরল্যান।

3/5

অবসরে ফোরল্যান

অবসরে ফোরল্যান

গত বছর হংকংয়ের ক্লাব কিটচের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ফোরল্যান। বুধবার বিবৃতিতে ফোরল্যান লিখলেন, ''এমন একটা সময় আসুক, কোনও ফুটবলারই হয়তো চায় না। আমিও চাইনি অবসর আসুক। কিন্তু কোথাও তো থামতেই হয়!''

4/5

অবসরে ফোরল্যান

অবসরে ফোরল্যান

আর্জেন্টিনার ক্লাব ইনডিপেনডেন্ট-এর হয়ে কেরিয়ার শুরু করেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় বড় ক্লাবের হয়ে খেলেছেন। খেলেছেন আইএসএল-এও।  

5/5

অবসরে ফোরল্যান

অবসরে ফোরল্যান

উরুগুয়ের হয়ে ১১২টি ম্যাচ খেলেছেন ফোরল্যান। ২০১০ বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে তুলতে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন। যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এছাড়া ৩৬টি গোল করে উরুগুয়ের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ২০১৬ সালে আইএসএল-এ মুম্বই সিটির হয়ে খেলার পরই চলে যান হংকংয়ে। ক্লাব ও দেশের হয়ে মোট ২৫০টি গোল রয়েছে ৪০ বছর বয়সী ফোরল্যানের।