Health Index: সার্বিক স্বাস্থ্য পরিষেবায় শীর্ষ দক্ষিণের এই রাজ্য, একেবারে নীচে যোগীর রাজ্য

নীতি আয়োগের হেলথ ইনডেক্সের একেবারে তলানিতে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। এই সমীক্ষা ২০১৯-২০ সালের। উত্তর প্রদেশের উপরে রয়েছে বিহার ও মধ্যপ্রদেশ।

Dec 27, 2021, 20:24 PM IST

নীতি আয়োগের হেলথ ইনডেক্সের একেবারে তলানিতে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। এই সমীক্ষা ২০১৯-২০ সালের। উত্তর প্রদেশের উপরে রয়েছে বিহার ও মধ্যপ্রদেশ।

1/5

স্বাস্থ্য পরিষেবায় দেশের সব রাজ্যকে পেছনে ফেলে দিল কেরল। এমনটাই ধরা পড়েছে নীতি আয়োগের হেলথ ইনডেক্সে।

2/5

নীতি আয়োগের হেলথ ইনডেক্সের একেবারে তলানিতে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। এই সমীক্ষা ২০১৯-২০ সালের। উত্তর প্রদেশের উপরে রয়েছে বিহার ও মধ্যপ্রদেশ।

3/5

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু ও তেলঙ্গানা। স্বাস্থ্যে কম উন্নতি করেছে রাজস্থান।

4/5

ছোট রাজ্যগুলির মধ্যে স্বাস্থ্য পরিষেবার সবকটি দিকেই উঠে এসেছে মিজোরাম। 

5/5

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লি ও জম্মু ও কাশ্মীরের স্থান নীচের দিকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ওই রিপোর্ট।