Mahakumbh 2025: টানা ৪৫ দিনের মহাকুম্ভে এসেছিলেন ৬৫ কোটি পুণ্যার্থী, যোগী সরকারের আয় জানলে চোখ কাপালে উঠবে

Feb 27, 2025, 12:05 PM IST
1/5

মহাকুম্ভ শেষ

মহাকুম্ভ শেষ

শিবরাত্রিতে শেষ হল প্রয়াগের মহাকুম্ভ। গত কয়েক দশকে প্রয়াগরাজে জনসমাগম হার মানিয়েছে সব জমায়তকে। ওই বিপুল সংখ্যাক মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।  দুবার অগ্নিকাণ্ড, একবার পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের।

2/5

মহাকুম্ভের বিশালত্ব

মহাকুম্ভের বিশালত্ব

এতকিছুর পরও মহাকুম্ভের বিশালত্ব জানলে চোখ কপালে উঠবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মহাকুম্ভের দৌলতে ফুলে ফেঁপে উঠবে উত্তরপ্রদেশের অর্থনীতি।

3/5

৬৫ কোটি পুণ্যার্থী

৬৫ কোটি পুণ্যার্থী

একটি হিসেব মতো টানা ৪৫ ধরে চলা এবার মহাকুম্ভে এসেছিলেন মোট ৬৫ কোটি পুণ্যার্থী।

4/5

আয়

আয়

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন মহাকুম্ভ রাজ্যের অর্থনীতিতে প্রায় ৩ লাখ কোটি টাকা যোগ করবে। রাজ্যের শিল্পপতি ও বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন রাজ্যের পর্যটন, পরিবহণ, হোটেল-সহ একাধিক ক্ষেত্রে বিপুল টাকা এসেছে।

5/5

আয়ের লক্ষ্যমাত্র

আয়ের লক্ষ্যমাত্র

কুম্ভমেলা মানেই রাজ্যের ঘরে মোটা টাকা আসা। ২০১৩ সালের কুম্ভমেলায় মাত্র ১০১৭ কোটি টাকা বিনিয়োগ করেছিল উত্তরপ্রদেশ সরকার। তাতে আয় হয়েছিল ১২,০০০ কোটি টাকা। ২০১৯ সালে রাজ্যের আয় হয়েছিল ১.২ লাখ কোটি টাকা। খরচ বয়েছে ৭৫০০ কোটি টাকা। এবার মহাকুম্ভ থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ কোটি।