Gujarat: মর্মান্তিক! গুজরাতে হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মাণ বুলেট ট্রেনের সেতু, আটকে একাধিক শ্রমিক...

Gujarat bridge collapse: গুজরাতে মর্মান্তিক দুর্ঘটনা! তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। এখনও পর্যন্ত দুইজন শ্রমিকেরম মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও এক শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Nov 05, 2024, 21:33 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাতে মর্মান্তিক দুর্ঘটনা! তৈরির সময়েই ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মান সেতু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যে গুজরাতের আনন্দে।

2/6

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গুজরাটের আনন্দে মাহি নদীর কাছেই ভেঙে পড়ে নির্মীয়মাণ ওই রেল সেতুর একাংশ। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হয়েছিল এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি প্রতিক্রিয়া জানানো হয়েছিল।

3/6

ব্রিজ ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়ার মাত্রই ঘটনাস্থলে পুলিস ও ফায়ার ব্রিগেডের আধিকারিরা ঘটনাস্থলে ছুটে যান।

4/6

এখনও পর্যন্ত দুইজন শ্রমিকেরম মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও এক শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। 

5/6

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, বিকেলে আনন্দের মাহি নদীর উপরে বুলেট ট্রেনের সেতু ভেঙে পড়ায় কংক্রিটের ব্লকের মধ্যে তিনজন শ্রমিক আটকে পড়েন। ক্রেন ও এক্সকেভেটর মেশিন দিয়ে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে। সেখান থেকে এক শ্রমিকের মৃতদেহ পাওয়া গিয়েছে।   

6/6

প্রসঙ্গত, মুম্বই-আহমেদাবাদ রুটের আওতায় একটি ৫০৮ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন করিডর গড়ে তোলা হচ্ছে। সংশ্লিষ্ট রেল সেতুটিও সেই প্রকল্পেরই অন্তর্ভুক্ত।