ফোনের সংযোগ তালিকায় ১৮০০-৩০০-১৯৪৭ নম্বরটি তাদের নয়, জানাল আধার কর্তৃপক্ষ

Aug 04, 2018, 12:51 PM IST
1/7

নতুন স্মার্টফোনে আগে যোগাযোগে আগে থেকে থাকছে ট্রোল ফ্রি আধার হেল্পলাইন। এই হেল্পলাইনটি নিয়েই তৈরি হয়েছে জল্পনা। ১৮০০-৩০০-১৯৪৭ কি সত্যিই আধার সংক্রান্ত জানার সংযোগনম্বর?

2/7

aaaaa

 আধার কর্তৃপক্ষ জানাল, এই নম্বরটি তাদের হেল্পলাইন নয়। এই নম্বরটি যোগাযোগে রাখতে স্মার্টফোন সংস্থাগুলিকে কোনওরকম নির্দেশ দেয়নি তারা।

আধার কর্তৃপক্ষ জানাল, এই নম্বরটি তাদের হেল্পলাইন নয়। এই নম্বরটি যোগাযোগে রাখতে স্মার্টফোন সংস্থাগুলিকে কোনওরকম নির্দেশ দেয়নি তারা। 

3/7

aaaaa

আধার কর্তৃপক্ষ জানাল, ১৮০০-৩০০-১৯৪৭ নম্বরটি বাতিল হয়ে গিয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের কনট্যাক্ট লিস্টে এই নম্বরটি তারা রাখতে নির্দেশ দেয়নি। এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে  UIDAI ।

আধার কর্তৃপক্ষ জানাল, ১৮০০-৩০০-১৯৪৭ নম্বরটি বাতিল হয়ে গিয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের কনট্যাক্ট লিস্টে এই নম্বরটি তারা রাখতে নির্দেশ দেয়নি। এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে  UIDAI ।   

4/7

aaaaa

নতুন অ্যান্ড্রয়েড ফোন, এমনকি আইফোন এক্স ও এইটের সংস্করণেও আধারের হেল্পলাইন নম্বরটি আগে থেকে দেওয়া রয়েছে। ওই নম্বর আসল কিনা, তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়।

নতুন অ্যান্ড্রয়েড ফোন, এমনকি আইফোন এক্স ও এইটের সংস্করণেও আধারের হেল্পলাইন নম্বরটি আগে থেকে দেওয়া রয়েছে। ওই নম্বর আসল কিনা, তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। 

5/7

aaaa

বিভ্রান্তির অবসানে আধার কর্তৃপক্ষ জানিয়ে দিল, ১৯৪৭ তাদের বৈধ হেল্পলাইন নম্বর। ১৮০০৩০০১৯৪৭ বা ১৯৪৭ নম্বরটি সংযোগ তালিকায় রাখতে টেলিকম সংস্থাগুলিকে তারা কোনও নির্দেশ দেয়নি।

বিভ্রান্তির অবসানে আধার কর্তৃপক্ষ জানিয়ে দিল, ১৯৪৭ তাদের বৈধ হেল্পলাইন নম্বর। ১৮০০৩০০১৯৪৭ বা ১৯৪৭ নম্বরটি সংযোগ তালিকায় রাখতে টেলিকম সংস্থাগুলিকে তারা কোনও নির্দেশ দেয়নি। 

6/7

aaa

এই নম্বরটি রাখার নেপথ্যে তাদের হাত নেই বলে জানিয়েছে  ভোডাফোন, এয়ারটেলের মতো টেলিপরিষেবা প্রদানকারী সংস্থাগুলি।

এই নম্বরটি রাখার নেপথ্যে তাদের হাত নেই বলে জানিয়েছে  ভোডাফোন, এয়ারটেলের মতো টেলিপরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। 

7/7

aa

সুতরাং স্মার্টফোন ব্যবহারকারীরা এই নম্বরটি মুছে দিতে পারেন। ১৯৪৭-ই আধার সংক্রান্ত টোল ফ্রি হেল্পলাইন।

সুতরাং স্মার্টফোন ব্যবহারকারীরা এই নম্বরটি মুছে দিতে পারেন। ১৯৪৭-ই আধার সংক্রান্ত টোল ফ্রি হেল্পলাইন।