ফোনের সংযোগ তালিকায় ১৮০০-৩০০-১৯৪৭ নম্বরটি তাদের নয়, জানাল আধার কর্তৃপক্ষ
Aug 04, 2018, 12:51 PM IST
1/7
নতুন স্মার্টফোনে আগে যোগাযোগে আগে থেকে থাকছে ট্রোল ফ্রি আধার হেল্পলাইন। এই হেল্পলাইনটি নিয়েই তৈরি হয়েছে জল্পনা। ১৮০০-৩০০-১৯৪৭ কি সত্যিই আধার সংক্রান্ত জানার সংযোগনম্বর?
2/7
aaaaa
আধার কর্তৃপক্ষ জানাল, এই নম্বরটি তাদের হেল্পলাইন নয়। এই নম্বরটি যোগাযোগে রাখতে স্মার্টফোন সংস্থাগুলিকে কোনওরকম নির্দেশ দেয়নি তারা।
photos
TRENDING NOW
3/7
aaaaa
আধার কর্তৃপক্ষ জানাল, ১৮০০-৩০০-১৯৪৭ নম্বরটি বাতিল হয়ে গিয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের কনট্যাক্ট লিস্টে এই নম্বরটি তারা রাখতে নির্দেশ দেয়নি। এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে UIDAI ।
4/7
aaaaa
নতুন অ্যান্ড্রয়েড ফোন, এমনকি আইফোন এক্স ও এইটের সংস্করণেও আধারের হেল্পলাইন নম্বরটি আগে থেকে দেওয়া রয়েছে। ওই নম্বর আসল কিনা, তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়।
5/7
aaaa
বিভ্রান্তির অবসানে আধার কর্তৃপক্ষ জানিয়ে দিল, ১৯৪৭ তাদের বৈধ হেল্পলাইন নম্বর। ১৮০০৩০০১৯৪৭ বা ১৯৪৭ নম্বরটি সংযোগ তালিকায় রাখতে টেলিকম সংস্থাগুলিকে তারা কোনও নির্দেশ দেয়নি।
6/7
aaa
এই নম্বরটি রাখার নেপথ্যে তাদের হাত নেই বলে জানিয়েছে ভোডাফোন, এয়ারটেলের মতো টেলিপরিষেবা প্রদানকারী সংস্থাগুলি।
7/7
aa
সুতরাং স্মার্টফোন ব্যবহারকারীরা এই নম্বরটি মুছে দিতে পারেন। ১৯৪৭-ই আধার সংক্রান্ত টোল ফ্রি হেল্পলাইন।