Maha Shivratri 2025 | Best Flower For Lord Shiva: এই বিশেষ ফুলে হবে মনস্কামনা পূরণ! মহাদেবের আশীর্বাদী হাত থাকবে আপনার মাথায়...

Maha Shivratri 2025: মহাশিবরাত্রির রাত্রে নিবেদন করুন এই বিশেষ ফুল তাহলেই মিলবে ফল। তাঁর আশীর্বাদ বর্ষণ হবে আপনার মাথায়। সেগুলো কোন ফুল...

Feb 26, 2025, 16:43 PM IST
1/8

মহাশিবরাত্রির কিছু বাধানিষেধ

Some restrictions on Mahashivratri

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাশিবরাত্রিতে শুধুমাত্র নিষ্ঠাভরে পুজো করলেই হবে না, মানতে হবে কিছু নিয়ম। এমন কী এই মহাশিবরাত্রিতে রয়েছে বেশ কিছু বাধানিষেধ। জেনে নিন কোন ফুলে পুজো করলে মহাদেব হতে পারেন আপনার উপর সদয় এবং এর পাশাপাশি কোন ফুল দেওয়া উচিত নয়। 

2/8

সাবধান! সব ফুল সকল দেবদেবীকে দেওয়া যায় না

Be careful! Not all flowers can be offered to all gods and goddesses

হলুদ, সাদা ও লাল ফুল সাধারণত সকল দেবদেবীদের অত্যন্ত প্রিয় ফুল কিন্তু সব ফুল সব দেবদেবীকে দেওয়া যায় না তা কী জানেন! যদি এই বিষয়ে সতর্ক না হন আপনার জীবনে নেমে আসতে পারে বিপদ। তাই প্রথম থেকেই সাবধান হন।

3/8

কলকে ফুল

Kalke flowers

মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুল। শিবরাত্রির রাতে এই ফুল দিয়ে শিবের মাথায় জল ঢাললেই মিলবে ফল।

4/8

ধুতুরা ফুল

Dhutura flower

মহাদেবের এটিও আরেকটি প্রিয় ফুল এটি। মহাশিবরাত্রির রাত্রে শিবকে এই ফুল অর্পন করা অত্যন্তই শুভ। 

5/8

আকন্দ ফুল

Akanda flower

মহাশিবরাত্রির রাত্রে মহাদেবকে লাল কিংবা সাদা আকন্দ নিবেদন করতে পারেন। শিবপুজোয় এই ফুল অত্যন্ত শুভ।

6/8

কী ছাড়া শিব পুজো হয় না!

Shiva Puja is not done without what

এছাড়াও শুষ্ক কমল বীজ, আকন্দ ফল শিবের অত্যন্ত প্রিয় ফুল। বেলপাতা ছাড়া শিবের আরাধনা একেবারেই অসম্পূর্ণ। তবে কেওড়া ফুল মহাদেবকে দাওয়া একেবারেই উচিত না।

7/8

কেতকী ফুল

Ketoki flower

বাংলার অত্যন্ত প্রিয় ফুল এটি কিন্তু ফুল মহাশিবরাত্রিতে অর্পণ করা একেবারেই উচিত নয়।

8/8

তুলসী পাতা

Basil leaves

শিবপুজোয় তুলসি চলে না। তুলসি নারায়ন পুজোয় লাগে। তাই ভুলেও তুলসী পাতা মহাশিবরাত্রির রাত্রে দেওয়া উচিত না।