ICC ODI Rankings: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিরাট আপডেট, এই ভারতীয় বিশ্বের ১ নম্বর হয়ে মুছলেন বাবরকে...

ICC ODI Rankings: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিরাট আপডেট, এই ভারতীয়র হাতে মুছল 'বাবরনামা...  

Feb 19, 2025, 17:02 PM IST
1/5

শুভমন গিল

Shubman Gill

আগামিকাল, ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। তার আগেই চলে এল বিরাট আপডেট। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বাবর আজমকে টপকে বিশ্বের ১ নম্বর ব্যাটার হলেন শুভমন গিল।

2/5

দারুণ ফর্মে আছেন শুভমন গিল

Shubman Gill Recent Form

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে দারুণ ফর্মে ছিলেন শুভমন। নাগপুরে ৮৭, কটকে ৬০, এবার আহমেদাবাদে ১১২ রানের ইনিংস খেলেন তিনি! ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েই শুভমন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছেন।  

3/5

বাবর আজম-শুভমন গিল

Babar Azam-Shubman Gill

গত সপ্তাহে শুভমন প্রায় ছুঁয়ে ফেলেছিলেন বাবরকে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের থেকে মাত্র ৫ পয়েন্ট দূরে ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ১৯ ফেব্রুয়ারি, আজ বাবরের ১৩ পয়েন্ট কমেছে, যেখানে শুভমনের ১৫ পয়েন্ট বেড়েছে। শুভমনের ঝুলিতে এখন ৭৯৬ পয়েন্ট, যেখানে বাবরের ৭৭৬ পয়েন্ট।  

4/5

পুরুষদের ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিং

 Men's ODI Batting rankings

আইসিসি-র প্রকাশিত ব্যাটিং র‍্যাঙ্কিং বলছে যে, প্রথম দশে শুভমন-সহ ৪ ভারতীয় রয়েছেন। তিনে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি আছেন ছয়ে ও শ্রেয়স আইয়ার রয়েছেন নয়ে। এই তিনি ব্যাটারই রয়েছেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। 

5/5

পুরুষদের ওডিআই বোলিং র‍্যাঙ্কিং

Men's ODI Bowling rankings

বোলিং র‍্যাঙ্কিংও খুঁজে নিয়েছে নতুন ১ নম্বর। আফগানিস্তানের স্টার স্পিনার রশিদ খান ছিলেন মগডালে। তাঁকে সরিয়ে শ্রীলঙ্কার মহেশ থিকশানা এসেছেন একে। মহেশের রেটিং পয়েন্ট ৬৮০, রশিদের রেটিং পয়েন্ট ৬৬৯। প্রথম দশে রয়েছেন ভারতের দু'জন। তিনে স্পিনার কুলদীপ যাদব ও দশে পেসার মহম্মদ সিরাজ