Home Image: 
নিক বাদ? টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল ফারহানের হাত ধরেই এলেন প্রিয়াঙ্কা!
Domain: 
Bengali
Home Title: 

নিক বাদ? টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল ফারহানের হাত ধরেই এলেন প্রিয়াঙ্কা!

English Title: 
The Sky Is Pink At Toronto Film Festival: Priyanka Chopra, Farhan Akhtar-Shibani Dandekar Attend World Premiere
Slide Photos: 

দ্যা স্কাই ইজ পিঙ্ক ছবিতে প্রিয়াঙ্কা ও ফরহানকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। তাঁদের মেয়ের চরিত্রে দেখা যাবে জাইরা ওয়াসিমকে। 

'দ্যা স্কাই ইজ পিঙ্ক' এর আবেগঘন মুহূর্তে প্রিয়াঙ্কা। 

দ্যা স্কাই ইজ পিঙ্ক ছিবিটির প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রয় কাপুর এবং সহ প্রযোজনা করেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। 

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' এর গোটা টিম। 

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে শিবানী দান্ডেকরের সঙ্গে ফারহান আখতার। 

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে অবশ্য শুধু ফারহান নন, তাঁর প্রেমি শিবানী দান্ডেকরের সঙ্গেও পোজ দিতে দেখা যায় পিগি চপসকে। 

এদিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিয়াঙ্কার হাত ধরেই রেড কার্পেটে পৌঁছোন ফারহান আখতার। 

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রিয়াঙ্কা চোপড়া , ফারহান আখতারের সঙ্গে দেখা গেল ছবির পরিচালক সোনালি বোসকেও। 

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্য়ালে পৌঁছে 'দেশি গার্ল' এর মতোই হাত জোর করে নমস্তে করতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। 

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখা গেল না নিক জোনাসকে। 

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে সোনালি বোসের 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' ছবিটি। 

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' ছবির প্রিমিয়ারে ফারহানের সঙ্গেই ঢুকলেন প্রিয়াঙ্কা চোপড়া। 

Publish Later: 
No
Publish At: 
Saturday, September 14, 2019 - 15:00
Mobile Title: 
নিক বাদ? টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল ফারহানের হাত ধরেই এলেন প্রিয়াঙ্কা!
Facebook Instant Gallery Article: 
No