জীবনভর সুখী থাকতে চান তো? তা হলে মেনে চলুন এই সামান্য ক'টি Tipsই...
International Day of Happiness 2023: বাংলায় বিখ্যাত গান আছে-- 'সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না'! ঠিকই, টাকা থাকলেই কেউ সুখী হয় না। টাকার সঙ্গে আরও অনেক কিছু থাকা চাই। কিন্তু তবুও সুখের সঠিক রেসিপি বোধ হয় কেউ জানে না। তবু সুখের জন্য মানুষের চেষ্টা থামে না। সেই চেষ্টারই একটা প্রতিফলন ঘটে আন্তর্জাতিক সুখ দিবসের মতো দিনগুলিতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় বিখ্যাত গান আছে-- 'সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না'! এ গানটি আজ বিশেষ করে মনে পড়বেই বাঙালির কারণ, আজ, ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস (International Day of Happiness)। ২০১২ সালের জুন মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভা ২০ মার্চ তারিখটিকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করে। আর এর পরের বছর ২০১৩ সালে প্রথমবার আন্তর্জাতিক সুখ দিবস পালিত হয়।
1/6
আন্তর্জাতিক সুখ দিবস
![আন্তর্জাতিক সুখ দিবস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/20/411769-happy-1.png)
আন্তর্জাতিক সুখ দিবস পালনের প্রধান উদ্দেশ্য হল জীবনে সুখের গুরুত্ব কী, সেটা বিশ্বব্যাপী সাধারণ মানুষকে বোঝানো। ভারসাম্যপূর্ণ আর্থিক বৃদ্ধি, উন্নয়নের স্থিতিশীলতা, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদির মাধ্যমে পৃথিবীর প্রতিটি মানুষের সুখ নিশ্চিত করাই সেই-সেই দেশের লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছনো গেল কিনা, গেলে কতটা, সেই সব ছানবিন করে জানার জন্যই এরকম একটি দিবস-ভাবনা।
2/6
ব্যক্তির পরিসর
![ব্যক্তির পরিসর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/20/411768-happy-2.png)
photos
TRENDING NOW
3/6
মাত্র কয়েকটি টিপস
![মাত্র কয়েকটি টিপস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/20/411767-happy-3.png)
5/6
সুখের ভান করবেন না
![সুখের ভান করবেন না](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/20/411765-happy-5.png)
6/6
বন্ধুত্ব
![বন্ধুত্ব](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/20/411764-friendship-6.png)
photos