পাচার হচ্ছিল ট্রাক ভর্তি গরু, দিল্লি থেকে মানেকা গান্ধীর ফোন পেয়ে FIR নিল বরানগর থানা

Nov 02, 2020, 11:17 AM IST
1/6

গরু পাচারের খবর পেয়েও FIR নিচ্ছিল না পুলিস। এমনটাই দাবি করেছেন অভিযোগকারীরা। অবশেষে দিল্লি থেকে মানেকা গান্ধীর ফোন পেয়ে তবেই বরানগর থানা FIR নিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। 

2/6

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, রবিবার রাতে দিল্লি রোড ধরে শ্রীরামপুর হয়ে ফেরার সময় পশুপ্রেমী ওই মহিলা লক্ষ্য করে একটি ট্রাকে বেশ কতগুলি গবাদি নিয়ে যাওয়া হচ্ছে কোনও রকম সুরক্ষা ছাড়াই।  

3/6

এরপরে তিনি রাস্তায় থাকা পুলিস কর্মীদের বিষয়টি জানালে তারা ট্রাকটি বরানগর থানায় নিয়ে আসে। মহিলার অভিযোগ, এরপরে এই নিয়ে একটি অভিযোগ দায়ের করতে তাঁকে নানান প্রশ্নের মুখে পড়তে হয়।

4/6

এমনকি বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় তাকে অভিযোগ দায়ের করতে। শুধু তাই নয়, এরপর গবাদি গুলিকে গোশালায় পাঠানো নিয়েও পুলিস কোনও রকম সহযোগীতা করেনি বলে অভিযোগ।   

5/6

শুধু তাই নয়। জানা গিয়েছে, ট্রাক ভর্তি গবাদি অবৈধ ভাবে পাচার রুখে হেনস্থার শিকারও হন মহিলা। রাস্তার ওপরে চলে পুলিস মহিলা বচসা বাঁধে। 

6/6

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বরানগরে।