Job Opportunity: TCS, Infosys, Wipro-তে লক্ষাধিক কর্মী নিয়োগ, স্নাতকদের জন্য বড় সুযোগ

কোন কোম্পানি কত নিয়োগ করবে? জানুন বিস্তারিত

Oct 25, 2021, 17:20 PM IST

চলতি অর্থবর্ষেই ফের বড়সড় নিয়োগ করতে চলেছে আইটি কোম্পানিগুলি। গ্র্যাজুয়েট ও ফ্রেশার্সদের জন্য বড় সুযোগ। 

1/5

IT Sector এ বড় নিয়োগ

Major Recruitment in IT Sector

নিজস্ব প্রতিবেদন: Jobs চলতি মরসুমে আবারও বড়সড় নিয়োগ (Recruitment) হতে চলেছে তথ্যপ্রযুক্তি সেক্টরে (IT sector Jobs)। প্রায় এক লক্ষেরও বেশি ফ্রেশার (Freshers) নিয়োগ করতে চলেছে আইটি জায়েন্ট সংস্থাগুলি (IT Company Jobs)। টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS), ইনফোসিস (Infosys), উইপ্রো (Wipro), এইচসিএল টেকনোলজি (HCL Technology) সহ বিভিন্ন সংস্থা জানিয়েছে, চলতি অর্থবর্ষেই ১ লক্ষ ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে। 

2/5

চলতি অর্থবর্ষেই নিয়োগ

Recruitment in current financial year

২০২১-২২ অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে প্রায় ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে উক্ত সংস্থাগুলি। যার জেরে অর্থবর্ষের প্রথম ছয় মাসেই ১ লক্ষে পৌঁছেছে কর্মী নিয়োগের সংখ্যা। যা দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিয়োগে নজির গড়েছে। সমীক্ষায় দাবি, ভারতের মোট ওয়ার্কফোর্সের এক চতুর্থাংশেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন উক্ত চার সংস্থায়।  

3/5

TCS এ কত কর্মী নিয়োগ?

TCS jobs

সূত্রের খবর, গত কয়েক বছরে আইটি কোম্পানিগুলিতে ব্যাপকভাবে ওয়ার্কফোর্স কমেছে। যার জেরেই এই নিয়োগ। বেশিরভাগই সদ্য গ্র্যাজুয়েট প্রার্থীদেরই নিয়োগ করা হবে। বিগত ছয় মাসে ৩৫ হাজার ফ্রেশার নিয়োগ করেছে টিসিএস। অর্থবর্ষের বাকি ছয় মাসেও ৭৮ হাজার কর্মী নিয়োগ করা হবে। 

4/5

Infosys এ কত নিয়োগ?

Infosys Jobs

অপরদিকে ৪৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ইনফোসিস। ৮ হাজার ১০০টি শূন্যপদে নিয়োগ করবে উইপ্রো।

5/5

HCL Technology তে কত নিয়োগ?

HCL Technology company jobs

এদিকে সরাসরি কলেজে ক্যাম্পাসিং থেকেই ২০ থেকে ২২ হাজার ছেলেমেয়ে নিয়োগ করবে এইচসিএল টেকনোলজি। তবে নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণেও জোর দেওয়া হবে বলে জানাচ্ছে সংস্থাগুলি।