Chicken in Market: আশঙ্কা কমার কোনও লক্ষণই নেই! আদৌ কি মিলবে চিকেন?

No Chicken in Market: আপাতত স্থগিত পোলট্রি আন্দোলন। ইতিমধ্যেই আলোচনা হয়্ছে সচিব পর্যায়ে। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে আগেই জানানো হয়েছিল শনিবার থেকে কী হবে তা আলোচনার উপর নির্ভরশীল।

Jul 19, 2024, 17:47 PM IST
1/5

বাজারে 'নো' চিকেন!

No Chicken in Market!

অয়ন ঘোষাল: পোল্ট্রি আন্দোলন আপাতত স্থগিত। কাল সচিব পর্যায়ের আলোচনা ইতিবাচক। প্রায় ৪ ঘন্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আপাতত আন্দোলন প্রত্যাহার।

2/5

বাজারে 'নো' চিকেন!

No Chicken in Market!

৭ দফা দাবি পেশ। দাবি রূপায়ণের জন্য সরকারকে সময় দেওয়ার পক্ষে সিংহ ভাগ পোল্ট্রি ব্যবসায়ী ট্রান্সপোর্টার এবং মালিক। আজ রাত থেকে যথারীতি রাজ্যজুড়ে পোল্ট্রি সামগ্রী লোডিং আন লোডিং চলবে।

3/5

বাজারে 'নো' চিকেন!

No Chicken in Market!

বৃহস্পতিবার থেকেই মুরগির মাংসের জোগানে টান পড়তে চলেছে রাজ্য জুড়ে-- এমনই আশঙ্কা ছিল নানা স্তরে। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে ধর্মঘট ডাকা হয়েছে। তার জেরেই মাংসের জোগানে সংকট তৈরি হওয়ার আশঙ্কা। 

4/5

বাজারে 'নো' চিকেন!

No Chicken in Market!

মূলত পোলট্রি মুরগি পরিবহনকারী সংস্থাগুলি ধর্মঘট ডাকে। শুক্রবার সকাল থেকেই বাজারে মুরগির যোগান অনেকটাই কমতে শুরু। ধর্মঘট চলতে থাকলে শনিবার থেকে পোলট্রি মুরগির সংকট দেখা দিতে পারত।

5/5

বাজারে 'নো' চিকেন!

No Chicken in Market!

রাজ্যে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আওতায় ৪৫৫৭টি গাড়ি চলে। অভিযোগ, রাজ্য জুড়ে বিভিন্ন থানা এলাকায় এই সব গাড়ির উপর চলছে পুলিসি জুলুমবাজি।