Laurene Powell: এর আগে কোনওদিন এত ভিড়ে থাকেননি! মহাকুম্ভে অসুস্থ জোবসের 'কোমল' স্ত্রী...

Maha Kumbh 2025: মহাকুম্ভে এসে অসুস্থ জোভস-পত্নী লরেন। স্বামী কৈলাশানন্দ জানিয়েছেন, এর আগে লরেন কোনওদিন এত ভিড়ে থাকেননি।

Jan 14, 2025, 18:40 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের মধ্যে একটি হল মহাকুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে। আর সেই মহাকুম্ভে হাজির অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল।

2/6

১৪৪ বছরে স্বাধীন ভারতে এই বিরল মহাকুম্ভ মেলার অভিজ্ঞতা নেওয়ার জন্য লরেন আসেন। নিরঞ্জন আখাড়ার সন্ন্যাসী স্বামী কৈলাশানন্দ গিরি তাঁকে তাঁর শিবির অবধি নিয়ে গিয়েছিলেন।

3/6

কৈলাসানন্দ গিরি লরেনকে আদর করে তাঁর নাম রাখলেন 'কমলা'। সেখানে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন জোবস-পত্নী।

4/6

জানা গিয়েছে, লরেনের অ্যালার্জি দেখা দিয়েছে। স্বামী কৈলাশানন্দ জানিয়েছেন, এর আগে লরেন কোনওদিন এত ভিড়ে থাকেননি। আর পাঁচজনের মতোই তিনি এখানে রয়েছেন।

5/6

তবে আরও জানা গিয়েছে, অসুস্থতা নিয়েই লরেন গঙ্গায় পূণ্যস্নান করার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বামী কৈলাশানন্দ আরও জানিয়েছেন যে, লরেন এখন তাঁর শিবিরেই বিশ্রাম নিচ্ছেন।

6/6

রবিবার লরেন স্বামী কৈলাশানন্দের আশ্রমে যান। সেখানে কিছু ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। তারপর সোমবারর এক বিশেষ অনুষ্ঠানে  অংশ নেন তিনি। সেদিন তাঁকে কমলা শাড়ি ও মাথায় শাল দেওয়া অবস্থায় দেখা গিয়েছিল।