হাজার কোটি টাকা খরচ করে হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি! ১২০ কেজি সোনায় গড়া হবে মূর্তি

Aug 28, 2020, 11:36 AM IST
1/5

বৈষ্ণব সন্ত রামানুজাচার্য স্বামীর এক হাজার বছরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল এক মূর্তি নির্মাণের কাজ চলছে। হায়দরাবাদে  রামানুজাচার্যের একটি মন্দির স্থাপন করা হবে। সেই মন্দির নির্মাণে খরচ হবে হাজার কোটি টাকা। 

2/5

সেই মন্দিরে রামানুজাচার্যের দুটি মৃর্তি প্রতিষ্ঠা করা হবে। যার মধ্যে একটি মূর্তি হবে ২১৬ ফিট উঁচু। সেটি অষ্টধাতু দিয়ে তৈরি করা হচ্ছে। সেটির নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি। 

3/5

দ্বিতীয় মূর্তিটি থাকবে মন্দিরের গর্ভগৃহে। সেই মূর্তিটি তৈরি হবে ১২০ কেজি সোনা দিয়ে। হায়দরাবাদ থেকে ৪০ কিমি দূরে রামনগরে এই মন্দির নির্মাণের কাজ চলছে। 

4/5

সনাতন পরম্পরার কোনও সন্তের জন্য এখনও পর্যন্ত এত বড় মন্দির প্রতিষ্ঠা হয়নি। ২০১৪ সাল থেকে শুরু হয়েছে মন্দির নির্মাণের কাজ। রামানুজাচার্যের মূর্তিটি তৈরি করা হয়েছে চিনে।

5/5

অষ্টধাতুর মূর্তিটি তৈরি করতে খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। এই মূর্তি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেয়েছে। আসলে সমানাধিকারের কথা বলা রামানুজাচার্য ১২০ বছর বেঁচে ছিলেন। তাই দ্বিতীয় মূর্তিটি ১২০ কেজি সোনা দিয়ে তৈরি করা হচ্ছে।