ফিরে দেখা আইয়ুব সঙ্গীত সরণী

| Oct 18, 2018, 13:34 PM IST
1/10

Ayub Bachchu

Ayub Bachchu

১৮ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ চলে গেলেন বাংলার কিংবদন্তি রক সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। বয়স হয়েছিল ৬০ বছর। আসুন জেনে নেওয়া যাক বাংলার কিংবদন্তি এই রক সঙ্গীতশিল্পীর সঙ্গীত জীবন সম্পর্কে কিছু তথ্য...

2/10

Ayub Bachchu

Ayub Bachchu

১৯৫৮ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। সঙ্গীত জগতে তার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে।

3/10

Ayub Bachchu

Ayub Bachchu

আইয়ুব বাচ্চুকে এই উপমহাদেশের ‘সেরা গিটারিস্ট’ বললে অত্যুক্তি করা হবে না বোধহয়। মূলত গিটারের প্রতি অসামান্য প্রেম আর অসম্ভব দখলই তাঁকে রক সঙ্গীতের জগতে টেনে নিয়ে আসে।

4/10

Ayub Bachchu

Ayub Bachchu

১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত আইয়ুব বাচ্চু যুক্ত ছিলেন ‘সোলস’ ব্যান্ডের সঙ্গে। এই সময়, ১৯৮৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’।

5/10

Ayub Bachchu

Ayub Bachchu

‘রক্তগোলাপ’ তেমন সাফল্য না পেলেও ১৯৮৮ সালে তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’ সাড়া ফেলে দেয় বাংলা আধুনিক গানের দুনিয়ায়। ১৯৯১ সালে আইয়ুব বাচ্চুর হাত ধরেই জন্ম হয় বাংলা ব্যান্ড এলআরবি-র (লাভ রানস ব্লাইন্ড)।

6/10

Ayub Bachchu

Ayub Bachchu

ব্যান্ড তৈরির পর এলআরবি-র প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। এই অ্যালবামের ‘ঘুম ভাঙা শহরে’, ‘শেষ চিঠি কেন এমন চিঠি’, ‘হকার’ গানগুলি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

7/10

Ayub Bachchu

Ayub Bachchu

১৯৯৩ ও ১৯৯৪ সালে এলআরবি-র দ্বিতীয় ও তৃতীয় ব্যান্ড অ্যালবাম ‘সুখ’ ও ‘তবুও’ প্রকাশিত হয়। ততদিনে বাংলা রক ব্যান্ড হিসেবে এলআরবি বেশ বিখ্যাত হয়ে গিয়েছে।

8/10

Ayub Bachchu

Ayub Bachchu

১৯৯৫-এ আইয়ুব বাচ্চুর তৃতীয় একক অ্যালবাম ‘কষ্ট’ প্রকাশিত হয়। এটিকে তাঁর সর্বকালের সেরা একক অ্যালবাম হিসেবে মনে করা হয়। এ বছরেই এলআরবি-র চতুর্থ অ্যালবাম ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়। এটিও ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

9/10

Ayub Bachchu

Ayub Bachchu

বাংলাদেশের ছবি ‘লুটতরাজ’-এ আইয়ুব বাচ্চুর গাওয়া ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এটি ছিল তাঁর গাওয়া প্রথম চলচ্চিত্রের গান।

10/10

Ayub Bachchu

Ayub Bachchu

২০০৯ সালে আইয়ুব বাচ্চুর চতুর্থ একক অ্যালবাম ‘বলিনি কখনও’ প্রকাশিত হয়। এর ছ’বছর পর, ২০১৫-এ তাঁর পঞ্চম একক অ্যালবাম ‘জীবনের গল্প’ মুক্তি পায়।