সুখবর! বস্তি ভেঙে বহুতল নির্মাণ, আইন সংশোধনে অনুমোদন রাজ্যের

Mar 07, 2019, 20:26 PM IST
1/5

সুতপা সেন: কলকাতা ও হাওড়ার বস্তিবাসীদের জন্য সুখবর। বস্তি ভেঙে পাকা আবাস বা  বহুতল নির্মাণের অনুমোদন দিল রাজ্য সরকার।

2/5

ঠিকা ভাড়াটে আইনের সংশোধন করতে চলেছে রাজ্য। সংশ্লিষ্ট আইনের সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। ভাড়াটে ও মালিকরা মিলিতভাবে অস্থায়ী আবাস ভেঙে বহুতল নির্মাণ করতে পারবেন।

3/5

বহুতল নির্মাণের জন্য ব্যাঙ্ক থেকে ঋণও পাবেন ভাড়াটেরা। অথবা রাজ্য সরকারের 'আমার বাড়ি' প্রকল্পের সুবিধা নিতে পারবেন।  

4/5

তবে কোনও প্রমোটারকে দিয়ে আবাস নির্মাণ করা যাবে না বলে স্পষ্ট করেছেন কলকাতার মেয়র ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। 

5/5

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন প্রায় ৫০ লক্ষ বস্তিবাসী।