Shivratri in Pakistan: পাকিস্তানে দেবাদিদেব! জানেন, ওয়াঘার ওপারে কোন আশ্চর্য মন্দিরে উদযাপিত হয় মহা শিবরাত্রি? শয়ে শয়ে হিন্দু...

Maha Shivratri in Katas Raj Mahadev Temple Pakistan: শিবরাত্রি ভারতে ও নেপালে মহা আড়ম্বরে পালিত হয়। দিনটি যে পাকিস্তানেও সাড়ম্বরে পালিত হয়, জানেন? ঘোষিত ভাবে এক মুসলিম দেশে হিন্দুদের পবিত্র একটি তিথি এত শ্রদ্ধাসহকারে উদযাপিত হয়, জেনে অনেকেই আপ্লুত হন।

| Feb 26, 2025, 14:39 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন মহাশিবরাত্রি। দিনটি ভারতে ও নেপালে মহা আড়ম্বরে পালিত হয়। কিন্তু দিনটি যে পাকিস্তানেও পালিত হয়, জানেন? একটি মুসলিম দেশে হিন্দুদের এত পবিত্র একটি তিথি এত ভক্তি-শ্রদ্ধাসহকারে উদযাপিত হয়, এ কথা জেনে কী আনন্দই-না হয়! ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ওয়াঘার ওপারেও তাই ঢল নামে ভক্তের। 

1/6

পাকভূমেও

হিন্দুশাস্ত্রমতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত শিবরাত্রির ব্রত। ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়। তাই শিবভক্তদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত স্পেশাল। দিনটি ভারত-নেপালের মতো পাকভূমেও সাড়ম্বরে পালিত হয়।

2/6

অমৃতসর থেকে

অমৃতসর থেকে প্রায় দেড়শোরও বেশি হিন্দু ভক্ত আজ সকালেই পাকিস্তানের দিকে যাত্রা করেছেন।

3/6

কাটাস রাজ মহাদেব

পাকিস্তানের কাটাস রাজ মহাদেব খুবই জাগ্রত। বছরে একদিন ভারত থেকে হিন্দুরা এখানে এসে পুজো করে যান।

4/6

পবিত্র স্নান সেরে

অমরকুণ্ডে পবিত্র স্নান করে সকলে এদিন কাটাস রাজ মহাদেবের মন্দিরে পুজো দেবেন।   Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

5/6

২০০ ভক্তকে ছাড়

২০০ ভক্তকে নিয়মমাফিক ভাবে প্রতি বছর এই দিনে এই মন্দিরে পুজো করতে আসার অনুমতি দেয় পাক সরকার। তবে প্রতি বছরই নানা কারণে অন্তত ১৫-২০টি ভিসা বাতিল হয়। এক ভক্ত জানিয়েছেন, তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে আরও বেশি ভক্তকে পুজোর অনুমতি দেওয়া হয়। 

6/6

১৫৪ জন ভক্ত

শুধু কাটাস রাজ মহাদেব কেন? হাজার বছরের পুরনো মন্দিরও আছে এই পাকভূমে। আসে হিংলাজ মাতার মন্দির। সর্বত্রই তীর্থে যান ভারতীয় হিন্দুরা। এবার শিবরাত্রি উপলক্ষে ভারত থেকে পাকিস্তানে যাচ্ছেন ১৫৪ জন ভক্ত।