Home Image: 
ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের ঘনিষ্ঠ মুহূর্ত ছবি ভাইরাল
Domain: 
Bengali
Home Title: 

ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের ঘনিষ্ঠ মুহূর্ত ছবি ভাইরাল

English Title: 
Shibani Dandekar and Farhan Akhtar set the internet on fire with steamy beach romance. See viral pic
Slide Photos: 

জাভেদ আখতার ও শিবানী দান্ডেকরের হলি পার্টিতে ফারহান-শিবানীর নাচের ছবিও ভাইরাল হয়। 

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

প্রসঙ্গত, কিছুদিন আগে বাবা জাভেদ আখতার ও শাবানা আজমির হলি পার্টিতে দেখা যায় ফারহান ও শিবানীকে। 

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

বর্তমানে ফারহানের দুই মেয়েই তাঁদের মা অধুনা ভবানীর কাছে থাকে। 

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের দুই মেয়ে রয়েছে। নাম শাক্য ও আকারি আখতার। 

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের দীর্ঘ ১৭ বছরের বিবাহিত সম্পর্ক ২০১৭ সালে ইতি হয়।

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

প্রসঙ্গত শিবানীর আগে খ্যাতনামা হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন ফারহান আখতার। 

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

শিবানীর কথায়, '' ফারহানও তাঁর সম্পর্কটা একান্তই ব্যক্তিগত, এই বিষয়টা জনসমক্ষে আনার কোনও কারণ নেই। ''

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

কিছুদিন আগে শিবানী দান্ডেকরকে ফারহানের সঙ্গে চুপিসারে বাগদান সারার বিষয়ে প্রশ্ন করে হলে শিবানী উত্তর দেন, '' আমি এই সম্পর্কটা কখনওই লুকিয়ে রাখিনি, তবে আমি কার সঙ্গে ডেট করছি সেটা নিয়ে গলা ফাটানোরও কিছু হয়নি।''

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

বলাই বাহুল্য বাদামী রঙের বিকিনিতে 'হট' শিবানী দান্ডকর। সঙ্গে ফারহানকে শর্টস পরে স্নান করতে দেখা গেছে। 

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

hollywoodpipeline-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে  শিবানী দান্ডেকর ও ফারহানের এই ছবি মেক্সিকোর টুলুম সমুদ্র সৈকতে তোলা হয়েছে।

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

hollywoodpipeline-এর তোলা এই ছবিগুলিতে ফারহান ও শিবানী বিদেশের কোনও সমুদ্র সৈকতে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছে। 

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

তবে বাগদানের সঙ্গে সমুদ্র সৈকতে ফারহান-শিবানীর ছুটি কাটানোর সময়কালীন ঘনিষ্ঠ ছবি hollywoodpipeline প্রকাশিত হওয়ার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

ইতিমধ্যেই, বাগদানও সেরে ফেলেছেন ফারহান- শিবানী। 

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

প্রথম বিয়ে ভাঙার পর ফারহান আখতারের দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। এই মাসেই নাকি প্রেমিকা শিবানী দান্ডেকরের সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন বলিউডের পরিচালক, প্রযোজক, গায়ক ফারহান আখতার।

ছবি সৌজন্য : Thehollywoodpipeline Instagram

Publish Later: 
No
Publish At: 
Monday, April 1, 2019 - 12:41
Mobile Title: 
ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের ঘনিষ্ঠ মুহূর্ত ছবি ভাইরাল
Facebook Instant Gallery Article: 
No