Shah Rukh Khan: ৬০ এর কাছাকাছি পৌঁছেও ৩০-এর উদ্যম...

Shah Rukh Khan: সংযুক্ত আরব আমিরসাহির একটি ইভেন্টে শাহরুখ বলেন, 'তাঁর আর এক বছর পর বয়স ৬০ পূর্ণ হলেও তিনি এখনও ৩০।'

Jan 28, 2025, 14:55 PM IST
1/6

সংযুক্ত আরব আমিরসাহির (ইউএই) দুবাইয়ের গ্লোবাল ভিলেজে একটি ইভেন্টে শাহরুখ আসেন। এই ইভেন্টেরই দর্শকদের বিনোদন দেওয়ার কিছু ভিডিও এক্সে পোস্ট হয়।

2/6

ওই ভিডিওতেই শাহরুখকে বলতে শোনা যায়, 'আমি আর একবছর পর ৬০-এ পা দিতে চলেছি, তবে আমি দেখতে এখনও ৩০।' 

3/6

এদিন শাহরুখ ইভেন্টে এসে তাঁর কিছু মুভির লাইন বলেন যেমন, জাওয়ান, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ডন এবং জাব তাক হ্যা জান ইত্যাদি। 

4/6

এক্স-এ শাহরুখান ইউনিভার্স ফ্যান ক্লাব থেকে ওইদিনের ইভেন্টের  ভিডিও পোস্ট হয়, যা নেটপাড়ায় বেশ ভাইরাল হতে দেখা যায়। নেটিজেনদের  মধ্য়ে ব্যপক সাড়া ফেলে ওই ভিডিও।

5/6

সেখানে শাহরুখ জানান তাঁর আর এক বছর পর বয়স ৬০ পূর্ণ হলেও কিন্তু তাঁকে দেখতে এখনও ৩০, যতই সে ৬০ হোক না কেন। তিনি আরও জানান, তবে আমি এখন কিছু জিনিস ভুলে যাই।

6/6

শাহরুখ তার পরবর্তী ছবি কিং সম্পর্কেও কিছু বলেন, তাঁর পরিচালক সিদ্ধার্থ আনন্দ, ইনি হলেন ভীষণ কড়া ধাতের মানুষ। তিনি পাঠান তৈরী করেছিলেন। তিনি বলেন, 'আপনি কি করছেন ছবিটি সম্পর্কে তেমন কিছু বলবেননা। তাই আমি আসন্ন ছবি সম্পর্কে বেশি কিছু বলতে পারবনা তবে এইটুকু  আমি আপনাকে নিশ্চিত করতে পারি এটি আপনাকে বিনোদন দেবে, আপনি ছবিটি দেখে মজা পাবেন।