কলকাতার উপর দিয়েই বয়ে যাবে 'তিতলি'! জোরালো সম্ভাবনা

Oct 10, 2018, 16:45 PM IST
1/8

'তিতলি' আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে সবাই। একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কবে কখন কোথায় আছড়ে পড়বে 'তিতলি'?

2/8

শেষ পাওয়া উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে জানা যাচ্ছে, ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় 'তিতলি'।

3/8

শেষ কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। যার ফলেই জোরালো হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে 'তিতলি'র আছড়ে পড়ার সম্ভাবনা।

4/8

প্রাথমিকভাবে দেখা গিয়েছিল, ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় 'তিতলি' ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।

5/8

কিন্তু, গত কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে তিতলি। যার ফলেই আবহাওয়াবিদদের কপালে চিন্তার ভাঁজ। মনে করা হচ্ছে, এভাবে অগ্রসর হলে যেকোনও সময় পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়বে শক্তিশালী এই ঘূর্ণিঝড়।

6/8

এখন, পরবর্তী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়বে। তাই স্থলভাগে আছড়ে পড়ার পর ঝড়ের দাপট থাকবে মারাত্মক। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়।

7/8

উপকূলে আছড়ে পড়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টি। উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপকূলে যদি 'তিতলি' আছড়ে পড়ে, তাহলে তারপর কলকাতার উপর দিয়েই বয়ে যাবে ঘূর্ণিঝড়।

8/8

সেরকমটা হলে কলকাতায় ফিরে আসতে পারে ২০০৯-এর আয়লার ভয়ঙ্কর স্মৃতি।