7th Pay Commission: নতুন বছরে বড় খবর! এবার বর্ধিত ডিএ দেওয়ার কথা ঘোষণাই করে দিল সরকার...

Dearness Allowance: নতুন বছরের আগেই সুখবর। ওডিশায় রাজ্য সরকারের কর্মীদের জন্য ডিয়ারনেস অ্যালোয়েন্স নিয়ে নতুন প্রস্তাব আনল নবীন পট্টনায়ক সরকার।

| Dec 31, 2022, 15:26 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের আগেই সুখবর। ওডিশায় রাজ্য সরকারের কর্মীদের জন্য ডিয়ারনেস অ্যালোয়েন্স নিয়ে নতুন প্রস্তাব আনল নবীন পট্টনায়ক সরকার। 

 

1/6

সপ্তম বেতন কমিশন মোতাবেক

বর্ধিত ডিএ দেওয়ার কথা ঘোষণা করল তারা। ওডিশা সরকার ঘোষণা করল, সপ্তম বেতন কমিশন মোতাবেক রাজ্য সরকারের চাকরিরত কর্মীরা এবং অবসরপ্রাপ্তকর্মীরা ৪ শতাংশ বর্ধিত হারে ডিএ পাবেন।

2/6

ওডিশা রাজ্য সরকারের কর্মী

একে এক হিসেবে নতুন বছরের গিফট হিসেবেই দেখছেন ওডিশা রাজ্য সরকারের কর্মীরা।

3/6

নবীন পট্টনায়ক

২০২২ সালের ১ জুলাই থেকে কার্যকরী হবে। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই প্রস্তাব অনুমোদন করেছেন।  

4/6

৩১ শতাংশ থেকে ৩৪ শতাংশে

প্রসঙ্গত, ওডিশা সরকার ৩ শতাংশ ডিয়ারনেস অ্যালোয়েন্স বাড়াবার কথা ঘোষণা করেছিল সেপ্টেম্বরেই। এর ফলে ৩১ শতাংশ থেকে ডিএ গিয়ে পৌঁছল ৩৪ শতাংশে।

5/6

কস্ট-অফ-লিভিং অ্যাডজাস্টমেন্ট

এই ঘোষণা করা হয়েছিল ওডিশা ফিসক্যাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ অনুযায়ী। ডিয়ারনেস অ্যালোয়েন্স হল কস্ট-অফ-লিভিং অ্যাডজাস্টমেন্ট।

6/6

বর্ধিত টাকা

সরকার বর্ধিত দ্রব্যমূল্যের কারণে সংসারখরচ বেড়ে গেলে দৈনন্দিন খরচের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কর্মীদের এই বর্ধিত টাকাটা দেয়।