আইপিএল ২০১৯-এ কেমন হতে পারে কেকেআর দল! জেনে নিন

Dec 09, 2018, 16:22 PM IST
1/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

1

ক্রিস লিন- গতবার চোট সমস্যায় জর্জরিত ছিলেন। দ্রুত রান তোলার ক্ষেত্রে লিনের জুড়ি মেলা ভার।

2/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

2

রবীন উথাপ্পা- ওপেনার হিসাবে কেকেআরের নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তবে আপাতত ঘরোয়া ক্রিকেটেও খেলছেন না। চোট রয়েছে।

3/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

3

শুভমান গিল- গতবার ১৩ ম্যাচে ২০৩ রান করেছিলেন এই তরুণ ক্রিকেটার। তিন নম্বরে ব্যাট করার জন্য আদর্শ ব্যাটসম্যান। 

4/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

4

দীনেশ কার্তিক- গতবার ১৬ ম্যাচে ৪৯৮ রান করেছিলেন। দলের অধিনায়ক। 

5/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

5

নীতিশ রানা- গতবার একাধিক ম্যাচে ভাল পারফর্ম করে নজর কেড়েছিলেন। 

6/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

6

আন্দ্রে রাসেল- গতবার ১৬ ম্যাচ খেলে ৩১৬ রান করেছিলেন। টি-২০ স্পেশালিস্ট হিসাবে সুপরিচিত। 

7/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

7

স্যাম কুরান- অলরাউন্ডার হিসাবে নির্ভরযোগ্য। 

8/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

8

সুনীল নারিন- দুরন্ত স্পিনার। কেকেআর নাইটওয়াচম্যান হিসাবেও ব্যবহার করেছে এই ক্যারিবিয়ান স্পিনারকে। 

9/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

9

শিভম মাভি- কমবয়সী প্রতিভাবান বোলার হিসাবে উল্লেখযোগ্য। 

10/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

10

কুলদীপ যাদব- রিস্ট স্পিনার। গত আইপিএলে ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭টি উইকেট।

11/11

কেকেআরেরে দল কেমন হতে পারে

11

জয়দেব উনাদকার- মহম্মদ শামিকে পাওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। তাঁকে না পেল জয়দেব উনাদকার দলের ভরসা হতে পারেন।