জানুয়ারি থেকে ATM-এ ১০ হাজারের বেশি তুলতে গেলে OTP লাগবে SBI গ্রাহকদের

Dec 27, 2019, 19:16 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: প্রতারণার হাত থেকে গ্রাহকদের বাঁচাতে নতুন বছর থেকে আরও পোক্ত হতে চলেছে এসবিআই-র এটিএমে টাকা তোলার ব্যবস্থা। ১০ হাজার টাকা তুলতে গেলে এবার আর শুধু পাসওয়ার্ড দিলেই হবে না। মোবাইল ফোনে আসা one time password (OTP) দিলেই টাকা তুলতে পারবেন গ্রাহকরা। 

2/6

১ জানুয়ারি থেকে one time password (OTP) নির্ভর টাকা তোলার ব্যবস্থা চালু হচ্ছে দেশের সবকটি এসবিআই এটিএমে। রাত ৮ টা থেকে সকাল ৮টা পর্যন্ত কার্যকর থাকবে এই ব্যবস্থা।   

3/6

কী করতে হবে?

এটিএমে টাকা তুলতে গেলে আগের মতোই পাসওয়ার্ড দিতে হবে গ্রাহকদের। ১০ হাজারের নীচে হলে আগের মতোই টাকা তুলতে পারবেন।  

4/6

১০ হাজার টাকার বেশি অর্থ তুলতে গেলে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নম্বরে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড টাইপ করতে হবে এটিএম স্ক্রিনে। 

5/6

শুধুমাত্র এসবিআই গ্রাহকদের ক্ষেত্রেই নিয়মটি প্রযোজ্য। এসবিআই ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএমে গেলে ১০ হাজার টাকার উপরে তুললেও ওটিপির ঝক্কি নিতে হবে SBI গ্রাহকদের। কারণ National Financial Switch এমন কোনও ব্যবস্থা এখনও আনতে পারেনি। 

6/6

১ জানুয়ারি ২০২০ সাল থেকে শুরু হবে নতুন ব্যবস্থা। রাত ৮ টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসবিআই এটিএমগুলিতে জোড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গ্রাহকদের নিরাপদ ব্যবস্থা দেওয়ার ব্যাঙ্কের লক্ষ্য বলে জানিয়েছে SBI।