Jalpaiguri: সাবার করেছে সরস্বতী পুজোর প্রসাদ! বাঁদরের বাঁদরামিতে চরম সমস্যায় এলাকার মানুষ...

Jalpaiguri: সাতসকালে বাঁদরের উপদ্রব জলপাইগুড়ি পাতকাটা কলোনী এলাকায়। চরম সমস্যায় বাসিন্দারা। খেয়েছে তারা সরস্বতী পুজোর প্রসাদ...

Feb 04, 2025, 12:06 PM IST
1/7

বাঁদরের উপদ্রব

Monkey infestation

প্রদ্যুত দাস: সাতসকালে বাঁদরের উপদ্রব জলপাইগুড়ি পাতকাটা কলোনী এলাকায়। চরম সমস্যায় বাসিন্দারা। এধরনের ঘটনায় নিত্য দিনের অভিযোগ।

2/7

বিস্কুটের কৌটা নিয়ে ব্রেকফাস্টে বাঁদরদের

Monkeys have breakfast with a bowl of biscuits

সাতসকাল পাতকাটা কলোনি  এলাকায় ঘরে ডুকে বিস্কুটের কৌটা নিয়ে ব্রেকফাস্টে বাঁদরের দল। সরস্বতী পুজো শেষ হতেই পুজোর মন্ডপে হামলা বাঁদরের দলের। 

3/7

বনদপ্তরের হস্তক্ষেপের দাবি

Forest department intervention demanded

সমস্ত জিনিসপত্র নষ্ট করে খাওয়া দাওয়া তে ব্যস্ত বাঁদর বাহিনীর। আর এতেই অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। বনদপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সকলেই।

4/7

সাত সকালে বাঁদরের উৎপাত

Seven mornings of monkey origin

সাত সকালে বাঁদরের উৎপাত, জলপাইগুড়ির পাতকাটা কলোনির বাসিন্দারা পড়েছে চরম সমস্যায়! সাত সকালে বাঁদরের উৎপাত। 

5/7

প্রসাদ চেটেপুটে খায় বাঁদরের দল

A group of monkeys eats prasad

ঘরে ঢুকে বাঁদর যা পায় তাই খায়। বাসিন্দাদের মনে বাড়ছে ভীষণ ক্ষোভ। সরস্বতী পুজোর প্রসাদ চেটেপুটে খায় বাঁদরের দল, এই কারণে সবাই সমস্যায় পড়েছে। 

6/7

চিন্তায় পাতকাটা কলোনির বাসিন্দারা

Residents of Patkata Colony are worried

যা পায় তাই নিয়ে গাছে লাফ দেয়, কি হবে উপায়? চিন্তায় পাতকাটা কলোনির বাসিন্দারা অতিষ্ট  হয়ে পড়েছেন, ভীষণ সমস্যায়।

7/7

বাঁদরের উৎপাতে ঘরবাড়ি লন্ড ভন্ড

Houses are hypocritical because of monkeys

সাত সকালে বাঁদরের উৎপাতে ঘরবাড়ি লন্ড ভন্ড বাসিন্দাদের। বাঁদরের উপদ্রবে ঘুম নেই। মানুষজনের এক প্রকার জেগে থাকে সারারাত।