করোনা আতঙ্ক! দিনে একবার স্যানিটাইজ হবে তৃণমূল ভবন, এলো অত্যাধুনিক মেশিন

Jun 11, 2020, 15:08 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় এসএমএস। একথাই ঘুরে বেড়াচ্ছে সকলের মুখে মুখে। যার অর্থ সামাজিক দূরত্ব, মাস্ক ও স্যানিটাইজেশন। এবার স্যানিটাইজেশন মেশিন এসেছে তৃণমূল ভবনে।

2/5

লকডাউন শুরু হওয়ার আগে জীবাণু মুক্ত করার প্রক্রিয়া হয়েছিল তৃণমূল ভবনে। তারপর লকডাউনের শেষের দিকে ভেতরটা রঙ করা হয়।  

3/5

রঙ করা শেষ হলে ফের জীবাণু মক্ত করার কাজ হয়েছিল ভবনকে। এই সপ্তাহে খোলা হয়েছে এই তৃণমূল ভবন। সামাজিক দূরত্ব যাতে বিঘ্নিত না হয় তাই বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।  

4/5

তৃণমূল ভবনে ঢুকতে হলে প্রথমে সেই ব্যক্তির থার্মাল স্ক্যানিং করা হবে তারপর স্যানিটাইজেশন ব্যবহার করে ভিতরে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে তাঁকে।

5/5

ইতিমধ্যেই বসেছে স্যানিটাইজ করার মেশিনও। ভবন থেকে সকলে বেরিয়ে যাওয়ার পর ভবনকে এই মেশিন দিয়ে স্যানিটাইজ করা হবে।