Saif Ali Khan Security: হাসপাতাল থেকে ফিরেই বাঙালি অভিনেতার শরণাপন্ন সইফ, তাঁকেই দিলেন নিরাপত্তার দায়িত্ব...

Saif Ali Khan Security: নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন সইফ আলি খান। মঙ্গলবার বাড়ি ফিরে সইফ যোগাযোগ করেন মুম্বইয়ের বিখ্যাত সিকিউরিটি ফার্ম ‘এইস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন’-এর সঙ্গে। এই ফার্মের মালিক বাঙালি অভিনেতা। 

Jan 22, 2025, 21:23 PM IST
1/10

সইফের নিরাপত্তা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজ বাড়িতে হামলার শিকার হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন সইফ আলি খান। এরই মধ্যে তিনি যোগাযোগ করেছেন নয়া সিকিয়োরিটি এজেন্সির সঙ্গে।   

2/10

সইফের নিরাপত্তা

গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সইফের বান্দ্রার বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। স্টাফ নার্সের চিৎকারে ঘুম ভাঙে সইফের।   

3/10

সইফের নিরাপত্তা

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সইফকে আঘাত করে পালিয়ে যায় ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।  

4/10

সইফের নিরাপত্তা

সইফ যোগাযোগ করেন মুম্বইয়ের বিখ্যাত সিকিউরিটি ফার্ম ‘এইস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন’-এর সঙ্গে। এই ফার্মের মালিক বাঙালি অভিনেতা রণিত রায়।   

5/10

সইফের নিরাপত্তা

হামলার শিকার হওয়ার পর বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রনিত রায়কে। ইতোমধ্যেই সইফের সঙ্গে দেখা করেন রণিত।   

6/10

সইফের নিরাপত্তা

তবে কী ধরনের নিরাপত্তার আয়োজন করেছেন সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেতা। সংবাদ সংস্থা আইএএনএসকে রনিত রায় বলেন, “আমরা অলরেডি সইফের সঙ্গে রয়েছি, সে এখন ভালো আছে এবং ফিরে এসেছে।”  

7/10

সইফের নিরাপত্তা

বলিউডের বেশ কজন বড় বড় তারকার বাড়ির নিরাপত্তার দায়িত্বে রয়েছে রনিত রায়ের সিকিউরিটি এজেন্সি। এবার সইফ আলি খানের বান্দ্রার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিলেন তিনি। এরই মধ্যে সইফের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এই অভিনেতা।    

8/10

সইফের নিরাপত্তা

শুধু সইফই নন, শাহরুখ খানের বাড়ির নিরাপত্তার দায়িত্বেও আছে রণিতের সংস্থা।   

9/10

সইফের নিরাপত্তা

শাহরুখের পাশাপাশি অমিতাভ বচ্চনের বাসভবনের দায়িত্বে এই বাঙালি অভিনেতা।   

10/10

সইফের নিরাপত্তা

রণিতের উপরেই ভরসা রাখেন অক্ষয় কুমারও। এবার সইফের বাড়িরও দায়িত্ব নিলেন রণিত।