Saif Ali Khan Attacked: ৩ দফা নিরাপত্তা পেরিয়ে ঘরে ঢুকে সইফকে এলোপাথাড়ি কোপ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য...

Saif Ali Khan Stabbed: কোথায় নিরাপত্তা, কীভাবে ৩ দফা নিরাপত্তা বলয় পেরিয়ে দুষ্কৃতী সরাসরি পৌঁছে গেল সইফ আলি খানের ঘরে? প্রশ্ন অনেক। উত্তর খুঁজতে তদন্তে নেমেছে মুম্বই পুলিস। 

| Jan 16, 2025, 11:57 AM IST
1/10

আহত সইফ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বান্দ্রায় নিজের বাড়িতেই দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত সইফ আলি খান। ভর্তি করা হয়েছে লীলাবতী হাসপাতালে।   

2/10

আহত সইফ

বুধবার রাতে বান্দ্রা ওয়েস্টে সইফের সাততলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতন্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ।   

3/10

আহত সইফ

বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এরই মাঝে সইফ আলি খানকে ধারাল অস্ত্র দিয়ে ৬ কোপ মারে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভোর ৩টে নাগাদ। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।   

4/10

আহত সইফ

আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। প্রায় ২-৩ ইঞ্চি ক্ষত হয়েছে তাঁর। কসমেটিক সার্জারিও করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় যে বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেতা।   

5/10

আহত সইফ

তদন্তে নেমেছে মুম্বই পুলিস। পুলিসের দাবি, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ চুরির চেষ্টা হয় সইফ আলি খানের বাসভবনে। হামলাকারী সন্দেহভাজনকে এখন খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে।   

6/10

আহত সইফ

সাত জনের একটি টিম তৈরি করা হয়েছে তদন্তের জন্য, এমনটাই খবর। সকাল ১০টা নাগাদ ঘটনাটি খতিয়ে দেখার জন্য সইফ আলি খানের বাড়িতে হাজির হয়েছে মুম্বই পুলিস এবং ক্রাইম ব্রাঞ্চ। এসেছে ফরেন্সিক টিম। নিয়ে আসা হয়েছে স্নিফার ডগও।   

7/10

আহত সইফ

আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সেখানেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠছে তিন দফা নিরাপত্তা পেরিয়ে কীভাবে ওই ব্যক্তি উঠে গেলেন ৭ তলায়। তাহলে কী অ্যাপার্টমেন্টে সে পরিচিত মুখ?   

8/10

আহত সইফ

ইতোমধ্যেই সইফ আলি খানের অ্যাপার্টমেন্টের সিক্যুরিটি গার্ড সহ তাঁর ৩ স্টাফকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।   

9/10

আহত সইফ

যে সময়ে ঘটনাটি ঘটেছে, তার ২ ঘণ্টা আগে অবধি কোনও ব্যক্তির বিল্ডিংয়ের ভেতরে ঢোকার ছবি সিসিটিভিতে পাওয়া যায়নি। পুলিসের অনুমান ওই ব্যক্তি অ্যাপার্টমেন্টের ভেতরেই ছিল।   

10/10

আহত সইফ

পুলিসের তরফে জানানো হয়েছে সইফ আলি খানের পাশাপাশি তাঁর এক মহিলা হাউজ হেল্পও আহত হয়েছেন এই ঘটনায়।