west Bengal election 2021: মমতার ছেড়ে যাওয়া কেন্দ্রে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল

Mar 21, 2021, 17:57 PM IST
1/6

west Bengal election 2021

west Bengal election 2021

নিজস্ব প্রতিবেদন: হাওড়ার পায়নি ঠিকই, কিন্তু শিকে ছিঁড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের মতো হেবিওয়েট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন রুদ্রনীল ঘোষ। 

2/6

west Bengal election 2021

west Bengal election 2021

আজ সকাল থেকে প্রচার চালান তিনি। তাঁর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে।

3/6

west Bengal election 2021

west Bengal election 2021

বর্ষিয়াণ নেতার প্রতিপক্ষ হয়ে লড়বেন রুদ্রনীল। তিনি খুবই কনফিডেন্ট তা স্পষ্ট ছিল আজকের প্রচারে। চাঁচাছোলো শব্দে কবিতা লিখে তাঁর চোখে বর্তমান সমাজের ছবি তুলে ধরতে চেয়েছেন অভিনেতা। ভোট প্রচারে  সেই অনুঘটকের মতো কাজ করবে বলে মনে করছে  রাজনৈতিক মহলের একাংশ।

4/6

west Bengal election 2021

west Bengal election 2021

বারবার তিনি জানিয়েছে, মনপ্রাণ দিয়ে পরিশ্রম করতে চান। ভবানীপুরের সব স্তরের মানুষের সঙ্গে কথা বলে কাজ করতে চান তিনি। আজ সকাল থেকে জনসংযোগ করে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। 

5/6

west Bengal election 2021

west Bengal election 2021

মমতা ঘনিষ্ঠ ছিলেন রুদ্রনীল ঘোষ। কিন্তু রাজীব বন্দোপাধ্যায়ের পর তাঁকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করতে দেখা যায়।   

6/6

west Bengal election 2021

west Bengal election 2021

চার্টার্ড বিমানে দিল্লিতে উড়ে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। এখন লক্ষ্য একটাই পরিবর্তন আনবেন ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে।