রোজ ডে-তে কোনটা বাছবেন? নানা রঙের গোলাপের অর্থ জেনে নিন

Feb 07, 2019, 16:24 PM IST
1/8

৭ ফেব্রুয়ারি রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে শুরু হল ভ্যালেন্টাইন সপ্তাহ। রোজ ডে-তে কী রঙের গোলাপ বাছবেন?  

2/8

গোলাপি গোলাপ

কারও প্রশংসায় বা ধন্যবাদপ্রকাশের জন্য দেওয়া হয় গোলাপি গোলাপ।   

3/8

সাদা গোলাপ

বিয়ে বা শেষশ্রদ্ধায় দেওয়া হয় সাদা গোলাপ। এর অর্থ শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। 

4/8

পিচ রোজ

ক্রাশকে মনের কথা জানানোর জন্য আদর্শ এই গোলাপ। 

5/8

হলুদ গোলাপ

বন্ধুত্বের জন্য হলুদ গোলাপ একেবারে সঠিক নির্বাচন। নিকট বন্ধুকে দিন হলুদ গোলাপ। 

6/8

ল্যাভেন্ডার রোজ

পূর্বরাগের জন্য একেবারে সঠিক এই রঙের গোলাপ। প্রথম দেখাতেই কাউকে ভাল লাগলে দিয়ে দিন ল্য়াভেন্ডার রোজ। 

7/8

কমলা গোলাপ

প্যাশন ও উদ্যমের প্রতীক কমলা রঙের গোলাপ। লাল গোলাপের সঙ্গে ভালবাসার মানুষকে দিন কমলা গোলাপ।   

8/8

লাল গোলাপ

লাল গোলাপ নিয়ে তো বলার কিছু নেই। ভালবাসার বহিঃপ্রকাশ করুন লাল গোলাপ দিয়ে।  ভালবাসার মানুষকে লাল গোলাপ দিয়ে প্রেমের প্রকাশ করুন।