1/6
২০২২ সালে কোটি কোটি টাকায় গাড়ি কিনেছেন যে ভারতীয় ক্রিকেটাররা
![২০২২ সালে কোটি কোটি টাকায় গাড়ি কিনেছেন যে ভারতীয় ক্রিকেটাররা Rohit Sharma to Smriti Mandhana: these India cricketers bought expensive cars in 2022](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/29/402029-2222.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে শেষের পথে ২০২২। যদি ভারতীয় ক্রিকেটের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে যে, সাফল্য-ব্যর্থতা মিলিয়ে মোটের ওপর গিয়েছে বছরটি। পারফরম্যান্সও ছিল ভালো-মন্দ মিশিয়ে। তবে ভারতের একাধিক পুরুষ ও মহিলা ক্রিকেটাররা এই বছরে নিজেদের কোটি কোটি টাকার লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন। তালিকায় রয়েছেন রোহিত শর্মা থেকে স্মৃতি মন্ধানা।
2/6
রোহিত কিনেছেন ল্য়ামবরগিনি উরুস
![রোহিত কিনেছেন ল্য়ামবরগিনি উরুস Rohit Sharma bought a Lamborghini Urus](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/29/402028-1.jpg)
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও বিশ্ববন্দিত ব্যাটার রোহিত শর্মার গ্যারেজে রয়েছে কোটি কোটি টাকার গাড়ি। সেখানে শোভা পায় স্পোর্টস কার বিএমডব্লিউ এমফাইভ মডেলের ফর্মুলা ওয়ান সংস্করণ থেকে লাক্সারি কমপ্যাক্ট এসইউভি বিএমডব্লিউ এক্সথ্রি। রয়েছে এসইউভি মার্সিডিজ জিএলসএস থ্রিফিফটিডি। মিড সাইজ এসইউভি টয়োটা ফর্চুনার ও মিড সাইজ সিডান স্কোডা লওরার মালিকও রোহিত। তবে এবার টিম ইন্ডিয়ার ওপেনার স্টেপআউট করেই খেলেছেন। নিজেকে উপহার দিলেন ল্যাম্বরগিনি উরুস। যে গাড়ির দাম প্রায় ৩.১৫ কোটি টাকা। তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যাঁর ঝুলিতে আছে এই দুর্দান্ত গাড়িটি।
photos
TRENDING NOW
3/6
সূর্যকুমার যাদব কিনেছেন মার্সিডিজ জিএলএস ২০
![সূর্যকুমার যাদব কিনেছেন মার্সিডিজ জিএলএস ২০ Suryakumar Yadav bought a Mercedes GLS 20 car](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/29/402027-2.jpg)
4/6
শ্রেয়স আইয়ারের ভালোবাসাও মার্সিডিজের ওপর
![শ্রেয়স আইয়ারের ভালোবাসাও মার্সিডিজের ওপর Shreyas Iyer bought a Mercedes AMG-63](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/29/402026-3.jpg)
5/6
স্মৃতির পছন্দ বিখ্যাত এসইউভি রেঞ্জ রোভার
![স্মৃতির পছন্দ বিখ্যাত এসইউভি রেঞ্জ রোভার Smriti Mandhana bought a Range Rover](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/29/402025-5.jpg)
6/6
অজিঙ্কা রাহানে বেছে নিয়েছেন বিএমডব্লিউ
![অজিঙ্কা রাহানে বেছে নিয়েছেন বিএমডব্লিউ Ajinkya Rahane bought a BMW 6 series](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/29/402024-6.jpg)
photos