EXPLAINED | Rohit Sharma | IPL 2025: মুম্বইয়ের নেতৃত্বে ফের রোহিত! ভেঙে পড়ল ইন্টারনেট, নীতার সংসারে আচমকাই সুনামি..

Rohit Sharma To Return As Mumbai Indians Skipper: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে ফিরছেন রোহিত শর্মা!

Feb 17, 2025, 17:24 PM IST
1/5

আইপিএল ২০২৫-এর সূচি ঘোষিত

 IPL 2025 Fixture

চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু আইপিএল। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ আইপিএলের বোধন। ফাইনাল ২৬ মে। পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষিত হয়ে গিয়েছে গত রবিবার। এবার আইপিএলের ১৮তম সংস্করণের বল গড়ানোর অপেক্ষা।   

2/5

মুম্বই বনাম চেন্নাই

Mumbai Indians vs Chennai Super Kings

আইপিএলের যুগ্ম সফল দল-মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস, পাঁচবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে আইপিএল বোধনের পরদিনই। ২৩ মার্চ (রবিবার) চিপকে লিগের প্রথম 'এল-ক্লাসিকো'। গত মরসুমে মুম্বইয়ের মসনদে বসেছিলেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার স্থলাভিষিক্ত হন তিনি। যার মানে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে টস করবেন হার্দিক! কিন্তু না, এখানেই টুইস্ট!  

3/5

নীতা আম্বানির দল চেন্নাইয়ের বিরুদ্ধে পাবে না হার্দিককে!

Hardik Pandya Ineligible Due To This Reason

চেন্নাইয়ের বিরুদ্ধে নেই অধিনায়ক হার্দিক। গত আইপিএলের শাস্তি ভোগ করতে হবে অধিনায়ককে! চব্বিশের আইপিএলে মুম্বইয়ের গ্রুপ পর্যায়ের শেষ খেলা ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সঞ্জীব গোয়েঙ্কার টিমের বিরুদ্ধে মুম্বইয়ের মন্থর ওভার রেটের দায় হার্দিকের ৩০ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই নিয়ে তৃতীয়বার একই সিজনে একই ভুল করেছিল মুম্বই। যার ফলে হার্দিক এক ম্যাচ নির্বাসিত হয়েছেন।   

4/5

হার্দিকের বদলে তাহলে কি রোহিত অধিনায়ক?

Rohit Sharma To Return As MI Skipper vs CSK

হার্দিকের অনুপস্থিতিতে সিএসকে-র বিরুদ্ধে রোহিত, সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরার ভিতর, যে কেউ একজন নেতৃত্ব দিতে পারেন। এখন মনে করা হচ্ছে রোহিতই এগিয়ে আছেন। দেখা যাক এবার কী হয়!  

5/5

রোহিতের বদলে হার্দিক অধিনায়ক

Hardik Pandya As Mumbai Indians Captain

রোহিতের বদলে যবে থেকে হার্দিক মুম্বইয়ের অধিনায়ক হয়েছেন, তবে থেকেই তাঁর জীবনে শনি নেমে এসেছিল! তালিতে নয় তিনি বেঁচেছিলেন গালিতে। গ্যালারির টিটকিরি আর বিদ্রুপ তাঁর মাথার বালশি আর কোল বালিশের মতো হয়ে গিয়েছিল। হার্দিককে প্রায় প্রতিদিনই সমালোচিত হতে হয়েছিল গত মরসুমে। মনে করা হয়েছিল যে, রোহিত আর হার্দিকের ভিতর নাকি সম্পর্কও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর সেসব বিলীন হয়ে যায়।