Rituparna Sengupta: ক্যানসার সচেতনতায় এবার উস্তাদ রাশিদ খানকে স্মরণ! উদ্যোগে ঋতুপর্ণা...

Life Beyond Cancer: অনুষ্ঠানের শুরুতে থাকছেন ওস্তাদ রশিদ খান -এর পুত্র আরমান রশিদ খান। অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঋতুপর্ণা সেনগুপ্ত...

Feb 14, 2025, 18:09 PM IST
1/7

কোথায় আয়োজন হতে চলেছে?

Where is the event going to be held

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক শৈশব ক্যানসার দিবস (১৫ ফেব্রুয়ারি) পালন করতে Life Beyond Cancer -এর উদ্যোগে রবীন্দ্রসদনে এক বিশেষ সন্ধ্যার আয়োজন হতে চলেছে।

2/7

নামকরা কলাকুশলীরা থাকছেন

Renowned artists are staying

এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কলকাতার নামকরা কলাকুশলীরা। অনুষ্ঠানের শুরুতে থাকছেন ওস্তাদ রশিদ খান -এর পুত্র আরমান রশিদ খান। তারপর অভিনেত্রী দেবলিনা দত্ত এবং Life Beyond Cancer -র ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঋতুপর্ণা সেনগুপ্ত -র নৃত্যানুষ্ঠান হতে চলেছে। 

3/7

উপস্থিত হবেন

will appear

অনুষ্ঠান শেষ হবে সঙ্গীত শিল্পী অনীক ধর -এর সঙ্গীতানুষ্ঠানের পরে। এছাড়াও এখানে উপস্থিত হবেন শ্রী সুজয় প্রসাদ চ্যাটার্জি  এবং অভিনেত্রী চৈতি ঘোষাল।

4/7

কেন্দ্রবিন্দু

focal point

অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হতে চলেছে ক্যানসার থেকে সেরে ওঠা শিশুদের নৃত্যানুষ্ঠান এবং তাদের সংবর্ধনা।

5/7

শিশুদের দায়িত্ব

Responsibility of children

Life Beyond Cancer হল একটি সংস্থা যারা ক্যানসার আক্রান্ত শিশুদের প্রতি দায়বদ্ধ। এখনও পর্যন্ত ৩০০ জন শিশুর দায়িত্ব নেওয়া হয়েছে। 

6/7

আর্থিক ভাবে সাহায্য

Financial assistance

Life Beyond Cancer -এই অনুষ্ঠানে শিশুদের ক্যানসার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। আক্রান্ত শিশুদের বিভিন্ন ভাবে সাহায্য করেন তারা, তাদের আর্থিক ভাবে সাহায্য করেন সংস্থা।

7/7

কারা থাকছে?

who is staying

SSKM হাসপাতাল, Nil Ratan Sarkar হাসপাতাল, কলকাতা পুলিস হাসপাতাল, Saroj Gupta Cancer Centre and Research Institute, Tata Medical Center, Institute of Child Health, Netaji Subhas Chandra Research Institute, Cachar Cancer Care and Research Centre, শিলাচর।