Asteroid 2024 YR4: পৃথিবীকে আঘাত করার ক্ষমতায় রেকর্ড ছুঁয়েছে গ্রহাণু 2024 YR4, টার্গেটে ভারতের কোন শহর?

Feb 19, 2025, 14:23 PM IST
1/6

২০২৪ ওয়াইআর ৪

২০২৪ ওয়াইআর ৪

আমাদের এই পৃথিবীর সামনে বড় বিপদ। ধেয়ে আসছে ভয়ংকর বিপদ২০২৪ ওয়াইআর৪ বা 2024 YR4।  এটি একটি দানব গ্রহাণু। গোটা বিশ্বই এ নিয়ে শঙ্কিত। এই গ্রহাণু বিপদ বাড়াচ্ছে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের।

2/6

গ্রহাণুর আকার

গ্রহাণুর আকার

এই গ্রহাণুর আকার ১৩০-৩০০ ফুট। এটি আমাদের গ্রহের পাসে চলে আসবে ২০৩২ সালে। ২০২৪ সালে এই 2024 YR4 গ্রহাণুর যখন খোঁদ পাওয়া যায় তখন মনে করা হয়েছিল পৃথিবীকে এটির ধাক্কা দেওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। এখন সেই সম্ভাবনা বেড়ে হয়েছে ৩.১ শতাংশ। ফলে আতঙ্ক বাড়ছে।

3/6

গ্রহাণু অ্যাপোফিস

গ্রহাণু অ্যাপোফিস

একটা সময় আমাদের পৃথিবীর আতঙ্কের কারণ হয়ে উঠেছিল গ্রহাণু অ্যাপোফিস। এটির আয়তন 2024 YR4 থেকে অনেক বড়। বিজ্ঞানীরা সেইসময় বলেছিলেন ২০২৯ এটি পৃথিবীকে আঘাত করার সম্ভাবনা ২.৭ শতাংশ। পরে ওই সম্ভাবনা আরও কমে যায়।

4/6

অ্যাপোফিসের থেকে ছোট

অ্যাপোফিসের থেকে ছোট

এদিকে, 2024 YR4 অ্যাপোফিসের থেকে অনেক ছোট। কিন্তু তার পরেও পৃথিবীর ক্ষতি করার ক্ষমতা এর অনেকটাই বেশি। তবে তা নির্ভর করছে সেটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছে কিনা।

5/6

আঘাত হানতে

আঘাত হানতে

বিজ্ঞানীরা বলছেন  2024 YR4 কোনও একটি দেশকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। বরং এটি কোনও  শহরকে ধ্বংস করে দিতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডলে এটি ঢুকে পড়লে তার গতিপথ মূলত হবে সমুদ্রের উপর দিয়ে। তবে এটি আঘাত হানতে পারে মুম্বই, বোগোটা কিংবা লাগসে।

6/6

গ্রহাণুর ভর কতটা

গ্রহাণুর ভর কতটা

আঘাত হানার ক্ষমতা নিয়ে বিজ্ঞানীরা বলছেন  2024 YR4 গ্রহাণুর ভর কতটা ঘন তা বলা যাচ্ছে না। তাই এটি পৃথিবীতে আঘাত করলে কতটা ক্ষয়ক্ষতি করবে তা এই মুহূর্ত বলা যাচ্ছে না। গ্রহাণু যত বড় হবে আঘাতের জোর ততটাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ১৫০ ফুট গ্রহাণুর আঘাত করার যে ক্ষমতা তার থেকে অনেকগুণ বেশি ক্ষমতা ৩০০  ফুট গ্রহাণুর। বিজ্ঞানীরা বলছেন কোনও গ্রহাণুর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেলে তার ৮ গুণ বেশি শক্তি উত্পাদন করে। ফলে  2024 YR4-র আঘাত করার ক্ষমতা সম্পর্কে একটা আন্দাজ করা যায়।