রাশিফল: মুখোমুখি চারটি গ্রহ, চাকরি ও ব্যবসায় লোকসানের আশঙ্কা

Sep 07, 2018, 00:01 AM IST
1/12

মেষ

mesh

মেষ- বিশ্বাসযোগ্য বন্ধুর পরামর্শ কাজে দেবে।  বড় সিদ্ধান্ত নিতে পারেন।পরিকল্পিত কাজ করতে পারবেন।অফিসে আপনার পরামর্শ কাজে দেবে।

2/12

বৃষ

bris

বৃষ- কর্মস্থলে শ্রীবৃদ্ধি ঘটবে।ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্যের সহায়তা পাবেন। ব্যবসাতেও সাফল্যের যোগ।

3/12

মিথুন

mithun

মিথুন- চাকরি ও ব্যবসায় আপনার সম্মান বাড়বে।  কেরিয়ারে ইতিবাচক বদল হবে। কাজে সাফল্য পাবেন। তবে মনোযোগ ধরে রাখুন।

4/12

কর্কট

karkat

কর্কট-কাজে সাফল্য পাবেন। টাকা-পয়সার ব্যাপারে ধৈর্য ধরলে লাভবান হবেন। আজ  পরিশ্রম বেশি করতে হতে পারে। 

5/12

সিংহ

sinhga

সিংহ- কারও থেকে ধার করবেন না। আপনি যা ভেবেছেন, তাতেই সফল হবেন। খরচ বাড়তে পারে।সব সমস্যার সমাধান হবে।

6/12

কন্যা

kanya

কন্যা- পরিশ্রমের ফল পাবেন।ধৈর্য রাখুন। আচমকা লাভ হতে পারে। শিক্ষা, রাজনীতি ও আইনি ক্ষেত্রে কর্মরতরা সাফল্য পাবেন। 

7/12

তুলা

tula

তুলা- অফিসে কাজ বাড়তে পারে তবে পরিশ্রমের ফল পাবেন। ভাগ্যের সহায়তা পাবেন। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দিন ভাল কাটবে।

8/12

বৃশ্চিক

brisc

বৃশ্চিক- দিন ভাল কাটবে। সময়ের কাজ সময়ে শেষ করুন।পরিবারে গুরুজনদের সম্মান করুন।ধনপ্রাপ্তির যোগ রয়েছে।  

9/12

ধনু

dhanu

ধনু- আজ যে সিদ্ধান্ত নেবেন তা আপনার জন্য ফায়দাজনক হবে।ব্যবসা ও অফিসে সাফল্যের যোগ রয়েছে। পারিবারিক সমস্যায় পড়তে পারেন।

10/12

মকর

makar

মকর- অযথা খরচ করবেন না। পরিশ্রমের ফল পাবেন। ধৈর্য ধরুন। পরিকল্পিত কাজ সময়ে শেষ করতে পারবেন। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। 

11/12

কুম্ভ

kumbha

কুম্ভ- কোনও সমস্যা থাকলে তার সমাধান হবে। কোথাও বিনিয়োগ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।পরিজনদের সহযোগিতা পাবেন। বন্ধুদের সাহায্য মিলতে পারেন।

12/12

মীন

min

মীন- নিজের স্বপ্নপূরণের চেষ্টা করবেন। আচমকা লাভ বা লোকসান হতে পারে। সুখকর ঘটনাও ঘটতে পারে। রোম্যান্সের জন্য দিনটা শুভ। পরিবারের কোনও সদস্যের ব্যাপারে ভাল খবর পেতে পারেন। কাউকে ধার দেবেন না।