Maha Kumbh | Girl Becomes Sadhvi: জীবিত, তবুও এ মহাকুম্ভে আদরের কন্যার 'পিণ্ডদান করবেন' মা-বাবাই! কেন?
Rakhi Singh Becoming Sadhvi: কুশল গিরি মহারাজের আমন্ত্রণে তাঁর আখড়ায় প্রায় একমাস ধরে কাটাল বছরতেরোর মেয়েটি। এই আখড়া-বাস তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কী ঘটল?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুশল গিরি মহারাজের আমন্ত্রণে তাঁর আখড়ায় প্রায় একমাস ধরে কাটাল বছরতেরোর মেয়েটি। সঙ্গে তার বোন এবং অবশ্যই বাবা-মা। আইএএস হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু এই আখড়া-বাস তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। রাখি এখন সব কিছু ছেড়ে সন্ন্যাসিনীর জীবন বেছে নিতে মনস্থ করেছে! আশ্চর্য! কী পরিবর্তন! এই কি মহাকুম্ভের অলৌকিকতা?
1/6
ছয় স্নান
প্রসঙ্গত, এবার পূর্ণকুম্ভ তথা মহাকুম্ভ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি। পৌষ পূর্ণিমা পড়ছে ওই দিনেই, মানে, ১৩ জানুয়ারিই। মেলা শেষ ২৬ ফেব্রুয়ারি, ওই দিন শিবরাত্রি। মকর সংক্রান্তির প্রথম শাহি স্নানের তারিখ ১৪ জানুয়ারি। এবারে স্নানের তারিখ মোট ছ'টি-- ১৩ ১৪ ও ২৬ জানুয়ারি ছাড়াও রয়েছে ২৯ জানুয়ারি-- মৌনী অমাবস্যা, ৩ ফেব্রুয়ারি-- বসন্ত পঞ্চমী, ১২ ফেরব্রিয়ারি-- মাঘী পূর্ণিমা।
2/6
রাখি সিং
photos
TRENDING NOW
3/6
ঈশ্বরের ইচ্ছায়
4/6
রাখি সিং থেকে গৌরী গিরি!
5/6
নির্দ্বিধায় আশ্রমে
6/6
রাখির পিণ্ডদান!
প্রসঙ্গত, বছরখানেক আগেই মোহন্ত কুশল গিরির কাছে দীক্ষিত হয়েছিল রাখি। সেই সূত্রেই কুম্ভে আসে তার পরিবার। কিন্তু এখানে এসে জীবন সম্বন্ধে মনোভাবে পরিবর্তন ঘটে রাখির। রাখি পুরোপুরি ধর্মীয়পথে যেতে চায়। এবার এরই প্রাথমিক ধাপ হিসেবে হবে তার পিণ্ডদান। সঙ্গে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও। হবে আগামী ১৯ জানুয়ারি। এরপরই রাখি তার গুরুর পরিবারের একজন হিসেবে স্বীকৃতি পাবে! পিছনে পড়ে থাকবে তার পুরনো জীবন।
photos