নির্বাচন কমিশনের বৈঠক এড়ালেন কলকাতার পুলিস কমিশনার, প্রশ্নের মুখে বাকিরা

Jan 31, 2019, 23:13 PM IST
1/6

সুতপা সেন: নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চের বৈঠক এড়িয়ে গেলেন কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমার। আর তাতে বেজায় ক্ষুব্ধ কমিশন।  

2/6

লোকসভা ভোটের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার গ্র্যান্ড হোটেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ওই বৈঠকে হাজির ছিলেন পুলিস সুপার ও জেলা শাসকরা। কিন্তু বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজীব কুমার। 

3/6

এদিন প্রস্তুতি নিয়েই এসেছিল নির্বাচন কমিশন। ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় বেশ কয়েকজন জেলা শাসক ও পুলিস সুপারকে।   

4/6

সকলকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট আনতে বলা হয়েছিল। মালদহের পুলিস কমিশনারের রিপোর্টে জাল নোটের উল্লেখ ছিল না। তা নিয়ে প্রশ্ন করে কমিশন। 

5/6

মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে প্রশ্ন করা হয়, গ্রেফতারি এত কম কেন? হুগলির পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হয়,  অস্ত্র উদ্ধার এত কম হয়েছে কেন? পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আবার স্পর্শকাতর এলাকার সংখ্যা কম দেখানোয় উষ্মার মুখে পড়েন। 

6/6

সীমান্ত দিয়ে মদ ও অন্যান্য সামগ্ৰী ঢুকছে বলে দার্জিলিং ও কোচবিহারের পুলিশ সুপারদের সতর্ক করে কমিশন। এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মার কাছে কমিশন প্রশ্ন করে, জামিন অযোগ্য গ্ৰেফতারি পরোয়ানা কেন কার্যকর করা হচ্ছে? এনিয়ে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে অনুজ শর্মাকে।