Home Image: 
Covid In Tollywood: কেউ ম্যাচে মজে কেউ বউয়ের সঙ্গে ঝগড়ায়, নিভৃতবাসে কেমন আছেন করোনা আক্রান্ত তারকারা?
Domain: 
Bengali
Home Title: 

কেউ ম্যাচে মজে কেউ বউয়ের সঙ্গে ঝগড়ায়, নিভৃতবাসে কেমন আছেন করোনা আক্রান্ত তারকারা?

English Title: 
Raj Shubhashree Parambrata Rudranil Jeet Ganguly Srijit Srijato what is their health update
Slide Photos: 
Srijato

শ্রীজাত: 'সামান্য উপসর্গ ছিল, আজ আগের থেকে ভালো আছি।'

Jeet Ganguly

জিৎ গঙ্গোপাধ্যায়: 'দুর্বল হয়ে পড়েছিলাম এখন অনেকটাই ঠিক আছি। সারাদিন গান শুনছি আর চন্দ্রানীর সঙ্গে এক ঘরে আছি, প্রচুর ঝগড়া করছি।'

 

Parambrata

পরমব্রত চট্টোপাধ্যায়:'গত ২৭ ডিসেম্বর মুম্বইয়ে আমার মৃদু উপসর্গ ছিল। কিন্তু টেস্টে নেগেটিভ আসে। ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরি এবং ২ জানুয়ারি অবধি আর কোনও উপসর্গ ছিল না। একদিন আগেই রুটিন টেস্ট করাই। বুধবার জানতে পারি আমি কোভিড পজিটিভ। আগামী তিনদিন পর আবার টেস্ট করাব। '

 

Raj-Subhashree

রাজ-শুভশ্রী: 'আমার শুভশ্রীর দুজনেরই নাক বন্ধ। ঠান্ডা লেগে আছে। শরীর হাত পা ব্য়থা। আমি ও শুভশ্রী একটা ঘরে আছি, ইউভান ওর ন্যানির সঙ্গে আলাদা ঘরে রয়েছে আর মা একটা আলাদা ঘরে আছে। ছেলেকে দেখতে পাচ্ছি না বলে খুবই মনখারাপ করছে।'

 

Srijit

সৃজিত মুখোপাধ্যায়: 'জ্বর নেই, আগের থেকে বেটার আছি। ভারত দক্ষিণ আফ্রিকার খেলা দেখে সময় কাটছে।'

 

Rudranil

রুদ্রনীল ঘোষ: 'গলা ব্যথা আর কাশিটা নেই তেমন। হাল্কা জ্বর আর গায়ে একটু ব্যথা আছে। বাড়িতেই আছি। ডাক্তারের পরামর্শ নিয়ে চলছি। কিছুদিন আগেই রাতে শুট করেই ঠাণ্ডা লেগেছে।'

 

Covid In Tollywood

নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত জিৎ গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীজাত, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে পার্ণো মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়। এই তালিকায় নবতম সংযোজন রুদ্রনীল ঘোষ। প্রত্যেকেই রয়েছেন হোম আইসোলেশনে। নিভৃতবাসে কেমন আছেন তারকারা?

 

Publish Later: 
No
Publish At: 
Wednesday, January 5, 2022 - 18:30
Mobile Title: 
কেউ ম্যাচে মজে কেউ বউয়ের সঙ্গে ঝগড়ায়, নিভৃতবাসে কেমন আছেন করোনা আক্রান্ত তারকারা?
Facebook Instant Gallery Article: 
No